Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪
CPM

CPM: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব দাবি করে রাজ্যের সমালোচনায় সিপিএম

শিয়ালদহ মেট্রো স্টেশনের সূচনার আগেই বেশকিছু প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আক্রমণ করল সিপিএম। আক্রমণকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

মেট্রো প্রকল্পে তাঁদেরও কৃতিত্ব আছে, দাবি সিপিএমের।

মেট্রো প্রকল্পে তাঁদেরও কৃতিত্ব আছে, দাবি সিপিএমের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৪:১০
Share: Save:

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে কৃতিত্ব দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করল সিপিএম। একই সঙ্গে সমালোচনা করেছে বিজেপিরও। সোমবার বিকেলে এই প্রকল্পে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর সোমবার সকাল থেকেই নেটমাধ্যমে রাজ্য সরকারের সমালোচনা করে নিজেদের কৃতিত্ব দাবি করেছে সিপিএমের ডিজিটাল টিম। পশ্চিমবঙ্গ সিপিএমের নেটমাধ্যমে থাকা যাবতীয় অ্যাকাউন্ট জুড়ে এই প্রচার শুরু হয়েছে। ‘ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সাতকাহন’ নামের সেই প্রচারে বলা হয়েছে, ‘এই প্রকল্পের কাজ শুরু হয় বামফ্রন্টের আমলেই, মমতার বাধাতেই প্রকল্পে কালক্ষেপ। উন্নয়ন নিয়ে মমতা ব্যানার্জির ঘৃণ্য রাজনীতির পথেই কেন্দ্রের মোদী সরকার। এরা কি আদৌ অক্ষয় হয়ে থাকবে ভবিষ্যতে?’

প্রচারে বলা হয়েছে, ‘হাওড়া থেকে সল্টলেক, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০০৯-র ২২ ফেব্রুয়ারি।’ সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা একটি উক্তিকেও হাতিয়ার করা হয়েছে এ ক্ষেত্রে। সিপিএমের তরফে বলা হয়্ছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস অনুষ্ঠানের আগে বলেছিলেন, ‘ঋণভারে জর্জরিত রাজ্যকে কেন্দ্র কেন এত টাকা দিচ্ছে? রাজ্য সরকারকে মদত দেওয়া বন্ধ করুন। লোকসভার ভোট চলে এসেছে, এখনও সিপিএম’কে তোয়াজ করছেন কেন?’

এই প্রকল্পের কাজ ২০১৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও, তা করা যায়নি। সেই প্রশ্নও তোলা হয়েছে। বলা হয়েছে, ‘ভারতে নদীর তলা দিয়ে প্রথম ট্রেনলাইন তৈরির এই মেট্রো প্রকল্পের কাজ তো ২০১৪-র অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল। হয়নি কেন? ২০২২-র জুলাইয়ে প্রকল্পের আংশিক উদ্বোধন হচ্ছে কেন?’

এই মেট্রো প্রকল্পের নির্মাণে তৃণমূল নেতাদের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। সিপিএমের তরফে দাবি করা হয়েছে, ‘প্রকল্প হাতে পেয়েই কলকাতার কিছু ব্যবসায়ী ও জমি মাফিয়াদের স্বার্থে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুটটাই পালটে ফেলেন মমতা। ইঞ্জিনিয়ার ও ভূবিজ্ঞানীদের যাবতীয় সমীক্ষার থেকে বেশি গুরুত্ব পায় তৃণমূল নেতাদের মর্জি।’

তৃণমূলের সমালোচনার পাশাপাশি, কংগ্রেস নেতৃত্বের প্রশংসাও করা হয়েছে সিপিএমের ডিজিটাল টিমের তরফে। বলা হয়েছে, ‘ইউপিএ সরকার থেকে বামপন্থীরা সমর্থন তুলে নিলেও বুদ্ধদেব ভট্টাচার্যের আমন্ত্রণে প্রণব মুখার্জি এসেছিলেন প্রকল্পের শিলান্যাসে। উন্নয়নকে গুরুত্বের দৃষ্টিতে দেখেছিলেন তাঁরা।’ নেটমাধ্যমে সিপিএমের এমন আক্রমণে আমল দিতে নারাজ তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন,‘‘সিপিএম যে সব দাবি করছে তা ভিত্তিহীন। বাম জমানায় যখন কলকাতায় মেট্রো প্রকল্প বা তার সম্প্রসারণ হয়েছিল বিরোধী হিসেবে আমরা সহযোগিতা করেছিলাম। কিন্তু সিপিএম এমন বিরোধী দল যাদের ওপর মানুষের কোনও আস্থা নেই। তাই ওরা দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

CPM CPIM Kolkata East-West Metro East West Metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy