ডিসেম্বর মাস পড়ে গিয়েছে। হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িক ভাবে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। দক্ষিণবঙ্গে আবার নতুন করে পারদপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের মেঘ কাটতেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৩.৪ ডিগ্রি বেশি। রবিবার ১৯ ডিগ্রিতে নেমেছিল শহরের তাপমাত্রা। সোমে তা আবার এক ডিগ্রি বেড়েছে। যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম।
আরও পড়ুন:
আবহবিদদের মতে, আরও তিন দিন তাপমাত্রা এমনই থাকবে কলকাতায়। বড়সড় কোনও পরিবর্তন হবে না। তার পর থেকে পারদ নামতে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড়ের কারণে কলকাতায় ছিল মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে শনিবার। কলকাতা এবং শহরতলির কিছু অংশে রবিবার রাতেও হালকা বৃষ্টি হয়। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে সমস্যা হতে পারে।