যে উক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবারের টুইট, সেটি গত সপ্তাহে সোমবার টুইটারে লিখেছিলেন তথাগত।
তাঁকে যে যা-ই বলুন, তিনি বিবেকের ভূমিকা পালন করে যাবেন, বলেছিলেন তথাগত রায়। ঠিক ১০ দিনের মধ্যেই তিনি ফের স্ব-ভূমিকায় অবতীর্ণ। বৃহস্পতিবার মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা আবারও মনে করিয়ে দিলেন, বিজেপি নিজের চালচলন না বদলালে বাংলায় দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী। সেই সঙ্গে এ-ও জানালেন, বিজেপি-র ভিতরে নিয়ম মেনে নিজের বক্তব্য জানানোর সময় আর নেই। সে ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে আগামী দিনে দলের বিরুদ্ধে যাবতীয় অভাব অভিযোগ তিনি প্রকাশ্যেই জানাবেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে টুইটটি করেন তথাগত। তিনি লিখেছেন, ‘বিজেপি-র শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতর করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে, তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।’
বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত।আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে।বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।
— Tathagata Roy (@tathagata2) November 18, 2021
“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।
— Tathagata Roy (@tathagata2) November 8, 2021
যে উক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবারের টুইট, সেটি গত সপ্তাহে সোমবার টুইটারে লিখেছিলেন তথাগত। ধারাবাহিক কয়েকটি টুইটে জানিয়েছিলেন, বিজেপি-কে ‘অর্থ এবং নারীচক্র থেকে টেনে বের করে আনা আবশ্যক।’ তথাগত-র সেই টুইটে অস্বস্তিতে পড়ে বিজেপি। তথাগত অবশ্য জানিয়েছিলেন, দলের নতুন সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব দল আবার এগোতে পারে।
তথাগতর ওই মন্তব্য বিজেপি শিবিরের অস্বস্তি বাড়িয়েছিল। তার ঠিক ১০ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ফের টুইট করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন বিজেপি নেতা। তথাগতর টুইটে বিজেপি-র অন্দরের কথা বাইরে আনার স্পষ্ট ইঙ্গিত খুঁজে পেয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অথচ এই তথাগত গত ৭ নভেম্বর জানিয়েছিলেন, দল ছাড়লে গুপ্তকথা ফাঁস করতেন। কিন্তু আপাতত স্বেচ্ছায় দল ছাড়ছেন না। বৃহস্পতিবারের টুইটের পর অনেকেরই জল্পনা, নিজের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করে কি প্রবীণ নেতা বিশেষ কোনও পদক্ষেপের প্রতি ইঙ্গিত করছেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy