বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব ‘অনৈতিক ভাবে’ দাবি করছে পশ্চিমবঙ্গ সরকার। আবারও এমন অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ জানিয়ে তিনি এ বার কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক এবং খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গয়ালকে চিঠিও দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। টুইটারে রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘‘আবারও একই কাজ করল পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারে কৃতিত্ব অনৈতিক ভাবে নিজেদের বলে দাবি করা হচ্ছে, যার প্রমাণ খাদ্য এবং জোগান দফতরের পোস্টার। এই প্রকল্পের আওতায় যে সব জিনিস দেওয়া হচ্ছে, তা সবই আসলে কেন্দ্রীয় সরকারের দেওয়া। পোস্টারটি দেখুন। দুয়ারে রেশন এখন বিলুপ্ত। খাদ্যসাথীর অস্তিত্ব নেই।’’ পরের টুইটে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষকে লেখা চিঠি পোস্ট করেছেন শুভেন্দু।
So I have written to the Hon'ble Union Minister of Consumer Affairs and Food & Public Distribution; Shri @PiyushGoyal Ji apprising him about the WB Govt's deceptive manoeuvre to mislead the general public of WB.@PMOIndia @me_locket pic.twitter.com/xqcBhLvhpW
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 15, 2022
এ প্রসঙ্গে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি বলেন, ‘‘বিরোধী দলনেতার কাজই হল আমাদের সরকারের বিরুদ্ধে অভিযোগ করা। আর রাজ্যকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা। উৎসবের মরসুমে গরিব মানুষ পেট ভরে খেতে পাক, মুখ্যমন্ত্রী সেটাই চান। বিরোধী দলনেতা কি সেটা চান না?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy