গ্রাফিক: নিরুপম পাল
তৃণমূলের নির্বাচনী স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ যে দিন প্রকাশ্যে এল, সে দিনই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নতুন কৌশল নিল বিজেপি। মোটামুটি একই ভাষা। একটাই বক্তব্য। প্লাটফর্মও এক। টুইটার। শনিবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত বিজেপি-র রাজ্য ও বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে আক্রমণ করলেন নিজেদের টুইটার হ্যান্ডেলে। সেই তালিকায় বিজেপি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় থেকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী, দেবশ্রী চৌধুরী। শনিবার সন্ধেয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ১২ জন।
কী লেখা হল সেই টুইটে? ‘বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে তিনি জিতবেন, এমনটা সুনিশ্চিত হলে তবেই ঘোষণা করুন যে, ওই কেন্দ্র থেকেই তিনি লড়বেন। পরে যেন মুখ্যমন্ত্রী কথার খেলাপ না করেন। নাহলে তিনি কী করবেন, তা জানা আছে’।
’
Mamata Banerjee has announced her candidature from Nandigram. If, as an incumbent CM, she is sure of winning the seat, let her announce that it will be the only seat she will contest from, so that she can be later held to her words and can’t renege.
— Amit Malviya (@amitmalviya) February 20, 2021
If not, then we know...
ममता बैनर्जी ने नंदीग्राम से विधानसभा चुनाव लडने की घोषणा की है। पर, उन्होंने ये नहीं कहा कि वे सिर्फ यहीं से मैदान में उतरेगी! यदि उनको अपनी जीत का भरोसा है, तो ये घोषणा भी करें!
— Kailash Vijayvargiya (@KailashOnline) February 20, 2021
... वरना ये समझा जाएगा कि आपको नंदीग्राम पर भरोसा नहीं!
এর জবাবও দিয়েছে তৃণমূল। দলের পক্ষে বলা হয়েছে, ‘‘বিজেপি কেন নন্দীগ্রামে নিজেদের প্রার্থীর নাম জানাতে ভয় পাচ্ছে? মমতাদি ২৯৪টা আসনেই দলের মুখ। বিজেপি-র উচিত সবার আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে লড়বেন তা ঘোষণা করা। আমরা বড় ব্যবধানে জয়ের জন্য তৈরি।’
মমতা ব্যানার্জী নন্দীগ্রাম থেকে তাঁর প্রার্থীপদ ঘোষণা করেছেন। যদি তিনি নন্দীগ্রাম থেকে জেতার বিষয়ে এতই নিশ্চিত থাকেন, তবে ঘোষনা করুন শুধু এই কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে না আসেন।
— Dilip Ghosh (@DilipGhoshBJP) February 20, 2021
নইলে তিনি কি করবেন জানা আছে....
বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে তিনি জিতবেন, এমনটা সুনিশ্চিত হলে তবেই ঘোষণা করুন যে, ওই কেন্দ্র থেকেই তিনি লড়বেন। পরে যেন মুখ্যমন্ত্রী কথার খেলাপ না করেন।
— Mukul Roy (@MukulR_Official) February 20, 2021
নাহলে তিনি কী করবেন , তা জানা আছে।
বিজেপি-র পক্ষে মমতাকে আক্রমণ করে শনিবার বিকেলে ৩টের পরে প্রথম টুইটটি করেন দলের তথ্য-প্রযুক্তি শাখার সর্বভারতীয় প্রধান তথা রাজ্যের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। সেটি ছিল ইংরেজিতে। এর পরে হিন্দিতে কৈলাস। তার পরেই যেন টুইটের ‘কার্পেট বোম্বিং’ শুরু হয় বাংলায়। রাজীব বন্দ্যোপাধ্যায়, রাহুল সিংহ, অনুপম হাজরা, অমিতাভ চক্রবর্তী, রাহুল সিংহ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়রাও টুইট করেন। একটু দেরিতে হলেও তাতে যোগ দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিষয় শুধু নয়, যার ভাষাও এক। সকলের একই ভাষা কেন? এটা কি আক্রমণের নয়া পদ্ধতি? এই ব্যাপারে লকেট এবং রাহুলকে ফোন প্রশ্ন করা হলে দু’জনেই বলেন, তাঁরা নিজেরা কী টুইট করেছেন, সেটা জানেন। কিন্তু বাকিদের বিষয় ও ভাষা হুবহু এক কি না, তা জানা নেই। তবে রাজ্য বিজেপির এক নেতার কথায়, ‘‘এটা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই হয়েছে। আক্রমণকে জোরালো করার জন্য এমন নজির বাংলায় আগে দেখা না গেলেও অন্যত্র ছিল। সেটাই এ বার বাংলায় যুক্ত হল।’’ রাজ্য বিজেপি নেতারা বলছেন, এর পিছনে মূল মস্তিষ্ক অমিত মালব্য। তা নিয়ে অমিতের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি নিয়ে খোলসা করে কিছু বলেননি। এটা কি আক্রমণের নতুন পরিকল্পনা? অমিতের বক্তব্য, ‘‘রাজ্যের এত জন নেতা এক সঙ্গে যে কথা বলেছেন, তার বিষয়টাকে দেখুন, পদ্ধতি নয়।’’ তবে এই টুইটার-মালা যে কেন্দ্রীয় ভাবেই করা হয়েছে, তা স্পষ্ট এর ভাষায়। উল্লেখযোগ্য ভাবে কারও কারও ক্ষেত্রে টুইটের বয়ানে ‘দাঁড়ি’, ‘কমা’ও এক। আর তা নিয়ে হাসাহাসি হচ্ছে বিজেপি-র অন্দরেও।
মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা ব্যানার্জী ,যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। নইলে তিনি কি করবেন জানা আছে. #BanglaDidirThekeMuktiChay
— Babul Supriyo (@SuPriyoBabul) February 20, 2021
বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নন্দীগ্রামে প্রার্থী হিসেবে যদি নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে তিনি সরে আসতে না পারেন।
— Locket Chatterjee (@me_locket) February 20, 2021
অন্যথা তিনি কি করবেন জানা আছে..
মমতা নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান বলে জানানোর পর থেকেই আক্রমণাত্মক বিজেপি। প্রথম সরব হন একদা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। ওই আসনে ৫০ হাজার ভোটে মমতাকে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন। এর পরে প্রায় সব জনসভাতেই তিনি নিয়ম করে ওই প্রসঙ্গ তোলেন এবং বলেন, “মাননীয়াকে শুধু নন্দীগ্রামেই দাঁড়াতে হবে।” এ বার সেই একই বক্তব্য নিয়ে শুরু হল দল বেঁধে আক্রমণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy