Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL

IPL: আইপিএলের দু’দিন কলকাতায় মেট্রো চলবে গভীর রাত পর্যন্ত, চলবে লোকাল ট্রেনও

ওই দু’দিন শহরে অতিরিক্ত বাস চলার সম্ভাবনাও রয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি বাস চালানোর চিন্তাভাবনা চলছে।

মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দু’দিন গভীর রাতে এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দু’দিন গভীর রাতে এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২২ ২০:১৮
Share: Save:

ইডেনে আইপিএল ম্যাচ রয়েছে আগামী ২৪ ও ২৫ মে, মঙ্গল এবং বুধবার। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। দর্শকদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ ওই দু’দিন গভীর রাতে এক জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার্থে ওই দু’দিন দু’টি করে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলও। সোমবার মেট্রো এবং পূর্ব রেল এ কথা জানিয়েছে।

মেট্রোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গল ও বুধবার রাত ১২টার সময় দু’টি মেট্রো যাত্রা শুরু করবে এসপ্ল্যানেড থেকে। একটি যাবে দক্ষিণেশ্বর। পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে। অন্য মেট্রোটি যাবে কবি সুভাষ। সেটিও রাত ১২টা ৩৩ মিনিটে পৌঁছবে।

অন্য দিকে, পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইডেন ফেরত দর্শকদের সুবিধার্থে মঙ্গল ও বুধবার দু’টি লোকাল ট্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে। প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসত। ১১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। বিবাদি বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুর। ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।

শহরে আইপিএল ম্যাচের দু’দিন অতিরিক্ত বাস চলার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র বলেন, ‘‘এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে।’’

অন্য বিষয়গুলি:

IPL Kolkata Metro local train Eden Gardens
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE