ফের সাপের দেখা মিলল কলকাতা পুরসভায়। বুধবার সকালে কলকাতা পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগে দু’ফুট লম্বা সাপটি দেখতে পান কর্মীরা। চাঞ্চল্য ছড়ায় ভবনে। সাপ ধরতে খবর দেওয়া হয়েছে বন দফতরেও।
পুরকর্মীরা জানাচ্ছেন, বুধবার সকাল ১০টা নাগাদ পুরসভার প্রিন্টিং বিভাগের দফতর খোলা হয়েছিল। কিছু ক্ষণ পর সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায়। ঘর থেকে সকলকে বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সাপটি ধরা না পড়া পর্যন্ত ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:
নিরুপম ভট্টাচার্য নামে পুরসভার এক নিরাপত্তারক্ষী জানাচ্ছেন, বুধবার সকালে তিনিই প্রথম সাপটি দেখেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে বাকিদের সতর্ক করেন তিনি। এর পর কর্মীরাই দ্রুত কেয়ারটেকারকে খবর দেন। খবর পাঠানো হয়েছে বন দফতরেও। বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করবেন। পুরসভার আর এক কর্মী জানাচ্ছেন, সকালে বাকিদের চিৎকারে তিনি ঘরে ঢুকে দেখেন, একটি সাপ চেয়ার বেয়ে উঠছে। এর পরেই সকলকে বার করে দিয়ে ঘর বন্ধ করে দেওয়া হয়। যদিও মনে করা হচ্ছে, সাপটি বিষধর নয়।
প্রসঙ্গত, গত বছরখানেক ধরেই কলকাতা পুরসভার সদর দফতরের বিশাল এলাকা জুড়ে নানা পশুপাখির রাজত্ব! ইঁদুর, ভাম থেকে শুরু করে নানাবিধ সাপের ভয়েও তটস্থ পুরকর্মীদের একাংশ। গত নভেম্বরেও পুর ভবনের দোতলায় খোদ ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের ঘরে দু’ফুট লম্বা একটি সাপ দেখতে পান পুরকর্মীরা। তার আগে গত বছরের মার্চ মাসেও পুরভবনের নীচের তলায় ট্রেজ়ারি বিভাগে একটি বিশাল আকারের দাঁড়াশ সাপের দেখা মিলেছিল।