বাংলাদেশ সীমান্ত দিয়ে মানব পাচার এবং তা নিয়ে পশ্চিমবঙ্গের সমস্যার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে জানালেন বসিরহাটের বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, গরু পাচার অনেকটা কমে গেলেও মানব পাচার বহাল তবিয়তে চলছে। এবং বাংলাদেশ থেকে আসা মানুষদের আশ্রয় দিচ্ছে রাজ্যের শাসক দল। সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশিদের আটক করলেও তাদের বিরুদ্ধে মামলা করার দায় রাজ্য প্রশাসনের। পুলিশ হয় ঘুষ
নিয়ে ধৃতদের ছেড়ে দিচ্ছে অথবা আদালতে তোলা হলেও সরকারি আইনজীবী সওয়াল করছেন না। জাল পরিচয়পত্র বানিয়ে অবাধে এ দেশের নাগরিক বলে পরিচয় দেওয়া হচ্ছে। রাজনাথ সিংহ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
প্রতিবন্ধকতা কাটিয়ে...। রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর একটি অনুষ্ঠানে কান্তি গঙ্গোপাধ্যায়,
কুণাল সরকার প্রমুখ। বুধবার সম্মিলনীর তরফে ২০১৫ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের
সাড়ে পাঁচশো কৃতী পড়ুয়ার হাতে আর্থিক সাহায্য তুলে দেন কান্তিবাবু। — শশাঙ্ক মণ্ডল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy