“ফাগুন সত্য, ফাগুন শান্তি
এই বসন্তে রংমিলান্তি” —জয় দত্ত গুপ্ত
বসন্ত মানেই এক প্রাণবন্ত উদ্যাপন। চারিদিকে উৎসবের রং। বসন্তের এই রঙিন সন্ধ্যায় ‘বেঙ্গল ওয়েব সলিউশন’–এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘রংমিলান্তি ২০২৫’। আগামী ২২ মার্চ, কলকাতার কলামন্দির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে এই রঙিন অনুষ্ঠান।
যেখানে বসন্তের আনন্দ উদ্যাপিত হবে গান, সাহিত্য ও আড্ডার মধ্য দিয়ে। সুন্দর এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্ট ও তরুণ সঙ্গীতশিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, গৌতম ঘোষাল, শ্রীজাত, গৌরব, চন্দ্রিকা, পায়েল, অরিত্র এবং রাজীব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন খাস-কৌশিক।
অনুষ্ঠানের নামকরণ প্রসঙ্গে ‘রংমিলান্তি ২০২৫’-এর সৃজনশীল পরিচালক জয় দত্ত গুপ্ত আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, “ছোটবেলায় তাসের রং মেলানোর খেলার সঙ্গে বসন্তে জীবনের রং মেলানোকে চিন্তাভাবনা করেই এই নাম রাখা হয়েছে। তাই এই অনুষ্ঠানে আমরা দু’টি প্রজন্মকেই সমানভাবে প্রাধান্য দিয়েছি। কারণ, দৃষ্টিভঙ্গি সবার আলাদা হয়। বসন্ত এক একজনের কাছে এক একরকমভাবে ধরা দেয়। আশা করছি, ২২ মার্চের সন্ধ্যে সকলের কাছে খুব মনোগ্রাহী হয়ে উঠবে।”
হাজারেরও বেশি দর্শকের সমাগমে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। যেখানে সাহিত্য, সঙ্গীতপ্রেমী, বুদ্ধিজীবী ও সংস্কৃতিমনস্ক মানুষ একত্রিত হবেন বসন্তের আবহে আনন্দ উপভোগ করতে।
এই অভিনব সন্ধ্যের সাক্ষী থাকতে চাইলে টিকিট সংগ্রহ করুন পাশের লিঙ্কে ক্লিক করে:
https://in.bookmyshow.com/events/rongmilanti/ET00435058
https://www.district.in/rongmilanti-mar22-2025/event
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।