Advertisement
০৪ নভেম্বর ২০২৪

রাজ্য নিয়ে মোদীর সঙ্গে কথা রাজনাথের

সরকারি সূত্রের বক্তব্য, ইজরায়েল সফর ও জি-২০ বৈঠকের সময়ই প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে খবর পাঠানো হচ্ছিল। আজ সকালে দেশে ফিরেই তিনি পরিস্থিতি পর্যালোচনায় বসেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ০৩:৩৭
Share: Save:

বিদেশ সফর সেরে ভারতে ফিরেই দার্জিলিং ও বসিরহাট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বললেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিম নিয়েও তিনি কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে।

সরকারি সূত্রের বক্তব্য, ইজরায়েল সফর ও জি-২০ বৈঠকের সময়ই প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে খবর পাঠানো হচ্ছিল। আজ সকালে দেশে ফিরেই তিনি পরিস্থিতি পর্যালোচনায় বসেন।

কেন্দ্রের অভিযোগ, বসিরহাট-দার্জিলিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘রাজনীতি’ করছেন। মোদী সরকারের এক শীর্ষ মন্ত্রী আজ দিল্লিতে বলেন, ‘‘মমতা আগে ঠিক করুন, তিনি রাজ্যে শান্তি বজায় রাখতে চান কি না। হিংসা থামানোর দায়িত্ব তাঁর। রাজ্য সরকার চিঠি লিখে জানাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে কেন্দ্রীয় বাহিনী দরকার নেই। তার পরেই মমতা কেন্দ্রের প্রতি অসহযোগিতার অভিযোগ করছেন!’’

কেন্দ্রের অভিযোগ উড়িয়ে রাজ্যের বক্তব্য, পাহাড়ে অশান্তির পিছনে বিদেশি শক্তির হাত থাকলেও কেন্দ্র চুপ করে আছে। এ দিন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পাহাড়ে বিদেশি শক্তির হাত আছে। অনেকে চোখ বুজে আছে এ ক্ষেত্রে।’’ প্রধানমন্ত্রীকে সিকিমের পরিস্থিতিও এ দিন জানান রাজনাথ। ক্ষুব্ধ সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং ক’দিন আগে আদালতে যাওয়ার হুমকি দেন। আজ রাজনাথ নিজেই কথা বলেন চামলিংয়ের সঙ্গে। রাজনাথ তাঁকে আশ্বস্ত করেন, সিকিমকে স্বাভাবিক রাখতে কেন্দ্র সব রকম পদক্ষেপ করবে। তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে রাজনাথ নির্দেশ দেন, জাতীয় সড়কের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে কথা বলতে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE