Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ঢেলে সাজা হবে কঙ্কালীতলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সতীর একান্নপীঠের অন্যতম কঙ্কালীতলার মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের পর্যটন বিভাগ।

শলা। বোলপুর থেকে ফেরার আগে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।

শলা। বোলপুর থেকে ফেরার আগে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০২:০৮
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সতীর একান্নপীঠের অন্যতম কঙ্কালীতলার মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্দ করল রাজ্যের পর্যটন বিভাগ। মঙ্গলবার দুপুরে বোলপুর সফর শেষ করে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জেলার দুই মন্ত্রী, জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের সচীবদের নিয়ে কঙ্কালীতলা মন্দিরে যান। প্রথম পুজো দেওয়ার পর মন্দির চত্ত্বর ঘুরে দেখেন তাঁরা। পর্যটন মন্ত্রী বলেন, ‘‘সারা বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। তাঁদের সুবিধার্থে এই এলকাকে ঢেলে সাজার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো আমরা এখানে এসেছি। আমি এর আগেও এখানে এসেছিলাম। সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম। এখানকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন করে দেওয়া হবে। তার জন্য এক কোটি টাকা অনুমোদিত হয়েছে। এই টাকায় পুরো এলাকা সাজিয়ে দেওয়া হবে।’’

এ দিন দুপুর ২ টো নাগাদ রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন দুই মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, জেলা শাসক পি মোহন গাঁধী, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ দফতরের সচীবদের নিয়ে বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে যান। প্রথমে মন্দিরে পুজো দেন মন্ত্রী, আমলারা। পরে মন্দির চত্ত্বর সহ, নদীর ঘাট, শ্মশান ঘুরে দেখেন। জানা গিয়েছে, পর্যটন দফতরের বরাদ্দ অর্থে এখানে পর্যটকদের যাত্রী যাপনের কটেজ তৈরি করা হবে, নদীর ঘাট বাঁধিয়ে দেওয়া হবে, মন্দির সংলগ্ন পবিত্র কুণ্ডটিও সাজিয়ে তোলা হবে।

এ ছাড়াও, এখানে জেলা পরিষদের বরাদ্দ অর্থে শ্মসানে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হবে। দ্রুত এই সমস্ত কাজের একটি বাজেট তৈরি করার জন্য জেলা শাসককে নির্দেশ দেন মন্ত্রী।

অন্য বিষয়গুলি:

Tourism Department Kankalitala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE