চলছে মহড়া। সাঁইথিয়ায় ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।
বিশিষ্ট নাট্যকার, অভিনেতা বিজন ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা শুরু করেছে সাঁইথিয়ার তরুণ নাট্যদল ‘ওয়েক আপ’। গত ১৭ মে থেকে সাঁইথিয়া শশিভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ে চলা ওই নাট্য কর্মশালায় জেলার বিভিন্ন নাট্য দলের প্রায় ৪০ জন নাট্যকর্মী। উদ্যোগী সংস্থার পক্ষ থেকে শিবির পরিচালক তীর্থজিৎ ঘোষ এবং পান্নালাল ভট্টাচার্য বলেন, ‘‘এই কর্মশালার মাধ্যমে বিজন ভট্টাচার্যের লোকশিল্প ভিত্তিক নাটক ‘মরা চাঁদ’-এর প্রযোজনা গড়ে তোলা হচ্ছে। বিজনবাবু নিজেও এক জন লোকশিল্পী ছিলেন। আমাদের এই বীরভূম জেলা লোকশিল্পে সমৃদ্ধ একটি জেলা। তাই আমরা লোকশিল্প ভিত্তিক এই নাটকটিকেই বেছে নিয়েছি।’’ আগামী ২২ মে সন্ধ্যায় সাঁইথিয়া রবীন্দ্রভবনে দর্শকদের জন্য প্রথম মঞ্চস্থ হবে ‘মরা চাঁদ’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy