আকাশজুড়ে মেঘ। সাঁইথিয়ায় তোলা নিজস্ব চিত্র।
ঝড়ে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মহম্মদবাজারের জয়পুর গ্রামে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম শেখ মকবুল(৪৭)। বাড়ি সিউড়ি থানার অজয়পুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মকবুল ব্যক্তিগত কাজে জয়পুর যায়। বিকেল পাঁচটা নাগাদ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেন। তখনই ঝড়ে গাছের ডাল ভেঙে তাঁর উপর পড়ে। পুলিশ জানায়, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। এ দিন ঝড়ে পড়শি বাড়ির টিন উড়ে এসে মৃত্যু হয় শ্যামলী মণ্ডল(৩০) নামে এক মহিলার। তাঁর শ্বশুরবাড়ি কাঁকড়তলা থানার প্যাঁচালিয়া গ্রামে।
এ দিন দুপুর থেকেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। বিকেল থেকেই শুরু হয় জেলার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি। সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, মহম্মদবাজার, বোলপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর প্রায় সর্বত্রই কম বেশি ঝড় বৃষ্টি হয়। জেলার অধিকাংশ কৃষিজীবি মানুষের দাবি, ‘‘গত চার তারিখে শিলা বৃষ্টিতে ধান-সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাড়গ্রাম থানার তেতুলিয়া গ্রামের নির্মল সরকার, মল্লারপুর রায়পাড়ার জহর রায়, ময়ূরেশ্বরের বুঁইচা গ্রামের তরণী মণ্ডল, সাঁইথিয়ার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনু দাস, মদনপুরের মনোজ মণ্ডলদের আশঙ্কা, এ দিনের ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি হবে জেলার বহু এলাকায়। কোথাও কোথাও মাঠে জলও দাঁড়িয়ে যাবে বলে আশঙ্কা।
জেলা কৃষি আধিকারিক প্রদীপ মণ্ডল অবশ্য বলেন, ‘‘এ দিনের ঝড় জলে তেমন ক্ষতি হবে না। তবে যে সব ধানে ফুল এসেছে সে সব ধানের ক্ষতি হবে। এ দিনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব নয়। গত চার তারিখের শিলাবৃষ্টিতে প্রায় আট হাজার হেক্টর জমির ধানের, ৪০০ হেক্টর মতো জমির তিল ও ১৫০ হেক্টর মতো জমির মুগ কলাইয়ের ক্ষতি হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy