Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Kanyasree Day

কন্যাশ্রী দিবসে পুরস্কৃত কৃতীরা

জয়পুরের কর্মাটাড়ের আশা মাহাতো এ বার স্নাতক স্তরের পরীক্ষা দিয়েছে। ফুটবল ও ছৌ নাচে সুনাম অর্জন করেছেন। ঋতিকা পরামানিক অগ্নিবীর হিসাবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ০৫:১২
Share: Save:

দুই জেলায় কন্যাশ্রী দিবস পালিত হল সোমবার। পুরুলিয়ায় কৃতি কিছু ছাত্রীকে পুরস্কৃত করা হয়। বহু জায়গায় মিছিল হয় দুই জেলায়।

কন্যাশ্রী দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে জেলার ১৪ জন ‘কন্যাশ্রীকে’ সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। পুরস্কৃতদের মধ্যে কয়েক জন পড়ুয়া। বাকিরা বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন।

সংবর্ধনা দেওয়া হয়েছে পুরুলিয়ার জয়পুরের খেদাটাড় গ্রামের শিলা বাগদিকে। তিনি কলকাতার একটি ক্লাবে ফুটবল খেলের। তুলিনের বাসিন্দা শিবানী মাহাতো দৃষ্টিশক্তিহীন। সমস্ত বাধা উপেক্ষা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশ নম্বর পেয়ে তিনি ইংরেজি বিষয় নিয়ে ঝালদা কলেজে পড়ছেন।

এ দিন মা আরতি মাহাতোর সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ছৌ নাচে প্রশংসা কুড়িয়েছেন মৌসুমি চৌধুরী। তাঁকেও সংবর্ধনা দেওয়া হয়। জয়পুরের সিধির বাসিন্দা রিয়া সিংহ এ বছর স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন। সেলাইয়ের কাজ শিখে উপার্জন করছেন তিনি। তাঁকে সংবর্ধিত করা হয়েছে।

জয়পুরের কর্মাটাড়ের আশা মাহাতো এ বার স্নাতক স্তরের পরীক্ষা দিয়েছে। ফুটবল ও ছৌ নাচে সুনাম অর্জন করেছেন। ঋতিকা পরামানিক অগ্নিবীর হিসাবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। সানি কর্মকার, তনুশ্রী মাহাতোরা ক্রীড়া ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। বলরামপুরের মুসকান বেগম সুযোগ পেয়েছেন আইআইটিতে। জয়ন্তী রাজোয়াড় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে (আইটিবিএফ) কর্মরত। আদ্রা কেন্দ্রীয় বিদ্যালয়ের অঙ্কিতা কর চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। এ দিন তাদের হয়ে পুরস্কার গ্রহণ করেন পরিবারের সদস্যেরা। অঙ্কিতা উচ্চমাধ্যমিকে ভাল ফলের জন্য পুরস্কৃত হয়েছিলেন।

কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। মানবাজার গার্লস হাইস্কুলের ছাত্রীরা প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিল করে। রঘুনাথপুর ১ ব্লকের বিভিন্ন স্কুলেওদিনটি পালিত হয়।

অন্য দিকে, বাঁকুড়াতেও কন্যাশ্রী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় শহরের এডওয়ার্ড হলে। ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার।

ইন্দাসের রাজখামার হাইস্কুলের ‘কন্যাশ্রীদের’ উদ্যোগে রক্তদান শিবির হয়। দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন ব্লকে কন্যাশ্রী দিবস পালিত হয়। সারেঙ্গা হাইস্কুল থেকে মিছিল শুরু হয়। বাজার ঘুরে সেটি বিডিও অফিস চত্বরে যায়। বিডিও (রানিবাঁধ) কার্যালয় থেকে বালিকা বিদ্যালয় পর্যন্ত মিছিল হয়। রাইপুরের চাতরি নিম্ন বুনিয়াদি আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে দিনটি পালিত হয়। ছাত্রীদের নিয়ে সাইকেল মিছিল হয়।

সচেতনতা প্রচার হয় হিড়বাঁধে ও তালড্যাংরার বিভিন্ন স্কুলে। প্রকল্পের প্রচারে পোস্টার নিয়ে মিছিল করে কন্যাশ্রী ছাত্রীরা। ইঁদপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ছাত্রীদের নিয়ে পদযাত্রা হয়। মিছিলে যোগ দেয় ইঁদপুর সরোজিনী বালিকা বিদ্যালয়, জোড়দা নিউ মডেল হাইস্কুল, বাগডিহা হাইস্কুল ও ভেদুয়াশোল হাইস্কুলের ছাত্রীরা।

অন্য বিষয়গুলি:

purulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE