—ফাইল চিত্র।
পুরসভার কাছে টাকা জমা দিয়ে ৫০ মাইক্রনের বেশি পুরু পলিথিনের ব্যাগ ব্যবহার করতে পারবেন দোকানিরা— মহকুমাশাসকের নির্দেশে এমনই প্রচার চালাচ্ছে রামপুরহাট ও নলহাটি পুরসভা। অভিযোগ, তাতে ভ্রূক্ষেপ নেই কারও। নিয়ম ভেঙেই চলছে পলিথিন ব্যাগের ব্যবহার।
প্রশাসনিক সূত্রে খবর, পলিথিন ব্যাগ ব্যবহার করতে হলে পুরসভাকে প্রতি মাসে ৪ হাজার টাকা জমা দিতে হবে। তার পরেই মিলবে অনুমতি। যে সব ব্যবসায়ী তা ব্যবহার করতে চান না, তাঁদের লিখিত ভাবে পুরসভাকে জানাতে হবে। রামপুরহাট মহকুমাশাসকের দফতর সূত্রে খবর, মহকুমার দুই পুরসভা ও সমস্ত পঞ্চায়েত সমিতিকে এ কথা জানানো হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে প্রচার। মাইকে ঘোষণার পাশাপাশি দোকানে দোকানে দেওয়া হবে নোটিস। নিয়ম ভেঙে পলিথিনের ব্যাগ ব্যবহার করলে জরিমানার কথা জানানো হচ্ছে।
নলহাটির পুরপ্রধান রাজু সিংহ বলেন, ‘‘মহকুমাশাসকের নির্দেশে বিজ্ঞপ্তি তৈরি করা হচ্ছে। দু’এক দিনের মধ্যে দোকানে দোকানে তা পৌঁছে দেওয়া হবে। প্রচার করা হবে মাইকেও।’’ কিন্তু রামপুরহাটবাসীর একাংশের অভিযোগ, পুরসভা প্রচার চালালেও তাতে আমল দিচ্ছেন না ক্রেতা-বিক্রেতাদের একাংশ। এ নিয়ে পুরপ্রধান অশ্বিনী তিওয়ারির বক্তব্য, ‘‘দু’বার মাইকে প্রচার করা হয়েছে। ফের তা চলবে। তার পরে আচমকা অভিযান চলবে দোকানে, বাজারে।’’
রামপুরহাট হাটতলা বাজারের এক বিক্রেতা বলেন, ‘‘অনেক দিন আগেই পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করেছি। কিন্তু প্যকেটজাত অনেক জিনিসই তো প্লাস্টিকের মোড়কেই থাকে।’’ ভাঁড়শালা মোড়ের এক মাংস বিক্রেতার বক্তব্য, ‘‘পলিথিনের ব্যাগ ব্যবহার না করায় ব্যবসার ক্ষতি হচ্ছে। পলিথিন প্যাকেট না দিলে অনেকেই অন্য দোকানে চলে যাচ্ছেন।’’ শুক্রবার হাসপাতাল পাড়ার কয়েকটি দোকানে ঘুরে দেখা গেল, পোশাক থেকে ওষুধ— সব জায়গাতেই পলিথিন ব্যাগের ব্যবহার চলছে।
মহকুমাশাসক সম্রুতিরঞ্জন মহান্তি বলেন, ‘‘যে সব বিক্রেতা পলিথিন প্যাকেট ব্যবহার করবেন না বলে ফর্ম পূরণ করবেন, তাঁরা তা করলে বড় অঙ্কের জরিমানা করা হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy