Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মমতার মামাবাড়িতে পুড়ল চারটি পালুই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে পুড়ে গেল ধানের চারটি পালুই (গাদা)। রামপুরহাটের কুশুম্বা গ্রামের সোমবার দুপুরের ঘটনা।

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। সোমবার কুশুম্বা গ্রামে। ছবি: সব্যসাচী ইসলাম

আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। সোমবার কুশুম্বা গ্রামে। ছবি: সব্যসাচী ইসলাম

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০২:০১
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়িতে পুড়ে গেল ধানের চারটি পালুই (গাদা)। রামপুরহাটের কুশুম্বা গ্রামের সোমবার দুপুরের ঘটনা। মামা অনিল মুখোপাধ্যায়, মামাতো ভাই তথা বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ নীহার মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, ‘‘চারটে পালুই যে ভাবে এক সঙ্গে জ্বলছিল, তাতে বোঝাই যায় আগুন লাগানো হয়েছে।’’ তবে লিখিত কোনও অভিযোগ তাঁরা করেননি।

প্রথমে দুটি পাম্পসেট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন গ্রামের বাসিন্দারা। পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভায়। কী ভাবে আগুন লাগল, খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। রামপুরহাট পুলিশও এলাকা ঘুরে এসেছে। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু মন্তব্য করতে চায়নি পুলিশ। নীহারবাবু জানান, তখন দুপুর একটা দশ হবে। খাওয়া-দাওয়া সেরে ওঠার পরে বাইরে আগুন আগুন চিৎকার শুনতে পান। বেরিয়ে দেখেন দুর্গা মন্দিরের সামনে ধানের চারটি পালুই দাউ দাউ করে জ্বলছে।

পরিবার সূত্রের দাবি, অন্য বারের মতো এ বারও বাড়ির সামনে ১২ বিঘে জমির ধান মজুত ছিল। দিন দশেক আগে ধান মজুত করা হয়। বেশির ভাগ ধান ভাগ চাষে লাগানো হয়েছিল বলেও জানান অনিল মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘আগুনে কম করেও এক কুইন্টাল ধানের ক্ষতি হয়েছে।’’ এলাকায় পৌঁছে দেখা যায়, দিনের বেলায় গ্রামের মাঝে এমন অগ্নিকাণ্ডে সকলেই হতবাক। গ্রামের বিজেপি, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক সব দলের কর্মীরাই আগুন নেভাতে ব্যস্ত। এঁদের অনেকেই বললেন, ‘‘রাতে হলে আলাদা কথা। কিন্তু, দিনের বেলায় সকলের সামনে কেউ আগুন দিতে সাহস পাবে না। কেউ লুকিয়ে ধূমপান করতে গিয়েই হয়তো এই বিপত্তি।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Haystack Kusumba Birbhum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE