পেশাই তাঁর কাছে ধর্ম। সেই ধর্মের ডাক উপেক্ষা করা যায় না। তাই ইদের পরব হোক কিংবা রামনবমীর শোভাযাত্রা সবেতেই নিজের টোটো নিয়ে পরিষেবা দিয়ে চলেছেন বরাবাজারের নামোপাড়ার বাসিন্দা শেখ শামিম। রবিবার গলায় ‘শ্রী রাম’ লেখা উত্তরীয় পরে রামনবমীর শোভাযাত্রায় যাত্রীদের নিয়ে গেলেন এই মুসলিম যুবক। তাঁকে মিছিলে স্বাগত জানালেন অন্যেরাও।
আপাত দৃষ্টিতে হয়তো এই ঘটনা বড় কিছু নয়। তবে দিকে দিকে যেখানে রামনবমী ঘিরে হিন্দুত্ববাদী রাজনীতির প্রচার ও বিভেদ সৃষ্টির অভিযোগ উঠছে সেখানে বরাবাজারের সম্প্রীতির ছবি যেন চৈত্রের চড়া রোদে দু’ফোঁটা বৃষ্টি।
রবিবার বরাবাজার রামনবমী পুজো কমিটির উদ্যোগে বরাবাজারে বড় মাপের শোভাযাত্রার আয়োজন হয়। বিবেকানন্দ বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাইপাস, থানামোড়, নীলমোহনপুর, জয়নগর, পাড়া হয়ে নামোপাড়ায় মিছিলটি শেষ হয়। ওই মিছিলেই যাত্রী নিয়ে ছুটেছে শামিমের টোটো। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে ছিলেন শামিম। গলায় ছিল রামনবমীর বিশেষ উত্তরীয়। পাশে পাশেই ছিলেন তাঁর বন্ধু বরাবাজারের বাসিন্দা সন্দীপ সিংহ মোদক। সন্দীপ বলেন, “বরাবাজারে আমরা দুই সম্প্রদায় সুখ-দুঃখেই এ ভাবেই একে অপরের পাশে থাকি। এক সঙ্গেই বড় হয়েছি আমরা। তাই আমাদের মিছিলে টোটো ভাড়া চাওয়ায় শামিমও নির্দ্বিধায় এগিয়ে এসেছে।”
শামিমও বলেন, “একই পাড়ায় আমাদের বাস। বিপদে-আপদে সকলকে পাশে পাই। ইদের সময় ওরা আমার বাড়িতে এসে লাচ্ছা খেতে খুব ভালবাসে। ওদের অনুষ্ঠানেও আমরা আনন্দের সঙ্গে শামিল হই।
নানা পুজোয় আমার টোটো করেই প্রসাদ বিলি করা হয়। ওরা এক বার ডাকলে ভাড়ার কথা আর কিছু ভাবি না। ছুটে চলে আসি।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)