(বাঁদিকে)রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অবস্থানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। (ডানদিকে) ছাতিমতলার ভিতরে ঢোকার চেষ্টা ছাত্র-ছাত্রী ঐক্য মঞ্চের প্রতিনিধিদের। শনিবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
ছাত্র-ব্যবসায়ীদের বিক্ষোভ, ধস্তাধস্তি থেকে বন্ধ ঘরের তালা ভাঙার চেষ্টা, বিশ্বভারতী কর্তৃপক্ষের অবস্থান— সব মিলিয়ে ঘটনাবহুল রইল শনিবারের বিশ্বভারতীও।
শনিবার পূর্ব ঘোষণা মতো কাচমন্দির থেকে কালিসায়র মোড় পর্যন্ত রাস্তা ফেরত পাওয়ার দাবিতে ছাতিমতলায় অবস্থানে বসেন উপাচার্য। একঘণ্টার এই অবস্থানে বেদমন্ত্র, রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। রাস্তা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে উপস্থিত সকলের স্বাক্ষরিত আবেদনপত্রও পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। এই একই সময়ে ছাতিমতলার বাইরে অবস্থানে বসেন বিশ্বভারতী ছাত্র-ছাত্রী ঐক্য মঞ্চের বেশ কিছু প্রতিনিধি। তারাও টানা এক ঘণ্টা রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিক্ষোভ দেখায়। পৌষমেলার সিকিউরিটি মানি ফেরতের দাবিতে মৌন অবস্থানে ছিলেন ব্যবসায়ীরাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও নিজেদের দাবি লেখা পোস্টার নিয়ে ওই একই সময়ে চলে বিক্ষোভ।
এ দিন মূলত তিনটি অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখান ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। উপাচার্যের হাত ধরে বিশ্বভারতীতে রাজনীতিকরণ হচ্ছে বলে তাঁদের অভিযোগ। অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করার দাবি জানিয়ে অমর্ত্য সেনকে অপমান করার নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, উপাচার্যকে যাঁরা সমর্থন করেন না, তাঁদের বদলি বা সাসপেন্ডের ভয় দেখানো হচ্ছে। উপাচার্যের অবস্থান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারী পড়ুয়ারা ছাতিমতলার ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি চলে পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে। পড়ুয়াদের স্লোগানের মাঝেই একে একে উপস্থিত আধিকারিক, কর্মী ও অধ্যাপকরা বেরিয়ে যান ছাতিমতলা থেকে। পড়ুয়াদের প্রশ্ন, “আমরা বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী। যেখানে অধ্যাপকরা রয়েছেন, সেখানে যেতে আমাদের বাধা দেওয়া হল কেন?”
এই ঘটনার পরেই পড়ুয়াদের একাংশ অর্থনীতি বিভাগের উদ্দেশে রওনা দেয়। সেখানে সম্প্রতি সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বিভাগীয় কক্ষে তালা লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। পড়ুয়ারা সেই কক্ষের সামনে অবিলম্বে সুদীপ্তবাবুর সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে পোস্টার লাগিয়ে দেয়। সেই তালা খোলারও চেষ্টা করে বলে অভিযোগ।
বিশ্বভারতীতে লাগাতার বিক্ষোভ প্রসঙ্গে বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, “গত এক বছরে শিক্ষা ব্যতীত সমস্ত কিছুতে শিরোনামে থেকেছে বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামোয় একনায়কতন্ত্র চালাচ্ছেন উপাচার্য। রবীন্দ্র আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাই নেই বর্তমান কর্তৃপক্ষের।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy