Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Anubrata Mondal

আশিসদা ভাল লোক, অন্য সুর অনুব্রতের

কর্মী সম্মেলন শেষে এ দিনও মন্ত্রী আশিসবাবুকে শুক্রবার তিনি কোনও ভর্ৎসনা করেননি বলেই দাবি করেছেন অনুব্রত।

পাশাপাশি: রামপুরহাটে কর্মী সম্মেলনে আশিস বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। ছবি: সব্যসাচী ইসলাম

পাশাপাশি: রামপুরহাটে কর্মী সম্মেলনে আশিস বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। ছবি: সব্যসাচী ইসলাম

অপূর্ব চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০০:৪৪
Share: Save:

চব্বিশ ঘণ্টাতেই বদলে গেল সুর! শুক্রবার যে মঞ্চ থেকে রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘অপদার্থ’ বলে ভর্ৎসনা করেছিলেন, শনিবার সেই মঞ্চেই তাঁকে ‘ভাল লোক’-এর তকমা দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, আশিসবাবুই রামপুরহাটে ফের দলের প্রার্থী হচ্ছেন বলেও জানিয়ে দিলেন। এই প্রশংসার মধ্যে দিয়ে প্রাক্তন কলেজ শিক্ষক এবং ভদ্রলোক হিসেবে পরিচিত আশিসবাবুর ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন অনুব্রত বলেই মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

শুক্রবার শুক্রবার রামপুরহাট বিধানসভার অধীন রামপুরহাট ১ ব্লকের আয়াস পঞ্চায়েতের ২৬টি বুথ সহ কুশুম্বা ও নারায়ণপুর অঞ্চলের বুথ সভাপতিদের নিয়ে কর্মী সম্মেলন হয় কিসান মান্ডিতে। এক বুথ সভাপতির কাছে উন্নয়ন হয়নি বলে বিজেপি-র চেয়ে ভোটে পিছিয়ে শুনে মেজাজ হারান অনুব্রত। প্রকাশ্যেই পাশে বসে থাকা রামপুরহাটের চার বারের বিধায়ক তথা মন্ত্রী আশিসবাবুকে ‘অপদার্থ’ বলে বসেন!

তৃণমূলের কর্মীদের অনেকেই এই ঘটনায় ভিতরে ভিতরে ক্ষুব্ধ ছিলেন। শনিবার দিনভর রামপুরহাট শহরে এটাই চর্চার বিষয় ছিল। অনেকেই মন্তব্য করেন জেলা সভাপতির ভর্ৎসনা দলের ব্লক সভাপতি পর্যন্ত ঠিক ছিল। তাই বলে তৃণমূলের দুর্দিনে পাশে থাকা আশিসবাবুর মতো ভদ্রলোককে ওই ভাবে ভর্ৎসনা করা ঠিক হয়নি। সেই মঞ্চেই শনিবার রামপুরহাট বিধানসভার দখলবাটি, বড়শাল, বনহাট— এই তিনটি অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হয়। এ দিন সেখানেই আশিসবাবুর প্রশংসা করলেন অনুব্রত।

এ দিন কর্মী সম্মেলনের শুরুতেই অনুব্রত কর্মীদের বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়কে আপনারা আবার নির্বাচিত করবেন তো? আশিসদা ভাল লোক, কম কথা বলেন, আপনাদের বিপদে আপদে সব সময় আপনারা ওঁকে পাশে পেয়ে থাকেন। সেই লোকটার প্রতি আপনারা মুখ ফিরিয়ে নেবেন না তো?’’ কর্মীরা বলে ওঠেন, ‘না না। আশিস বন্দ্যোপাধ্যায়কে আবার নির্বাচিত করব।’’

কর্মী সম্মেলন শেষে এ দিনও মন্ত্রী আশিসবাবুকে শুক্রবার তিনি কোনও ভর্ৎসনা করেননি বলেই দাবি করেছেন অনুব্রত। তাঁর বক্তব্য, ‘‘আমার কাছে ফুটেজ আছে। আমি যা বলেছি, দলের ব্লক সভাপতি আনারুল হোসেন সম্বন্ধে বলেছি।’’ বিধানসভা ভোটের এখনও ঢের দেরি। এখনই কী ভাবে রামপুরহাটে প্রার্থী হিসেবে আশিসবাবুর নাম ঘোষণা করলেন, জানতে চাওয়ায় অনুব্রত মণ্ডল বলেন, ‘‘আশিসদা বর্তমান বিধায়ক, বর্তমান সরকারের এখনও মন্ত্রী। সেই কারণে তাঁর নাম ঘোষণা করতেই পারি।’’ গোটা ঘটনা নিয়ে কৃষিমন্ত্রী এ দিন কোনও মন্তব্য করতে চাননি।

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal Ashish Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy