ওজনে কম মাল দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্যদ্রব্য সরবরাহকারী ঠিকাদারের বরাত বাতিল করল প্রশাসন। কুড়া ২ ব্লকের প্রায় ১৯০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল, ডাল, তেল ও নুন সরবরাহ করার দায়িত্ব পেয়েছিলেন ওই ঠিকাদার। রবিবার বাঁকুড়া ২ ব্লকের সানবাঁধার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিনি খাদ্যদ্রব্য পৌঁছতে গেলে গ্রামবাসী তাঁর বিরুদ্ধে ওজনে কম মাল দেওয়ার অভিযোগ তোলেন। ঘটনাটি শুনেই মহকুমাশাসক (বাঁকুড়া সদর) অসীমকুমার বালা বাঁকুড়া ২ বিডিও অমরেশচন্দ্র দাসকে গাড়িটি আটক করে থানায় পাঠাতে বলেন। পুলিশ গিয়ে গাড়িটি আটক করে বাঁকুড়া সদর থানায় আনে। মঙ্গলবার থানায় বস্তাবন্দি খাদ্যদ্রব্যগুলির ওজন করা হয়। অভিযোগ, ওজনে দেখা যায় ৫০ কেজি চালের বস্তায় অন্তত ছ’কিলো চাল কম ও ২৫ কিলোর ডালের বস্তাগুলিতে দুই কিলো করে ডাল কম রয়েছে। মহকুমাশাসক জানান, ওই ঠিকাদারের কাছ থেকে মোট ৪৭ বস্তা চাল ও ৩৬ বস্তা ডাল নেওয়ার কথা ছিল। প্রতিটি বস্তাতেই যতটা ওজন থাকার কথা তার থেকে কম ওজনের মাল ছিল। তেল ও নুনের পরিমানে অবশ্য কোনও গরমিল মেলেনি। মহকুমাশাসক (বাঁকুড়া সদর) বলেন, “ওই ঠিকাদারের বরাত বাতিল করে কেন ওজনে কম মাল দেওয়া হচ্ছিল তার কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।” অভিযুক্ত ঠিকাদারের দাবি, “বস্তা ফেটে কিছু মাল পড়ে গিয়ে থাকতে পারে। তাই ওজনে কম দেখিয়েছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনও রকম কারচুপি করা হয়নি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy