নির্মাণের মাঝ পথেই ভেঙে পড়েছে এই গার্ডওয়াল। —নিজস্ব চিত্র
নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ফের ভাঙল একটি চেকড্যামের গার্ডওয়াল। সম্প্রতি পুরুলিয়া ২ ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েতের চাকিরবন গ্রামের অদূরে ওই চেকড্যামটির গার্ড ওয়াল ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যমুনা জোড়ের উপরে ওই চেকড্যামটি নির্মাণ করেছিল সেচ দফতর।
জেলা পুরুলিয়ায় জল ধরে রাখার বন্দোবস্ত করতে গত ২ ডিসেম্বর বান্দোয়ানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জেলায় ২৫১টি চেকড্যামের শিলান্যাস করেন। এই জলাধারগুলি গড়তে কমবেশি ২৫০ কোটি টাকা বরাদ্দও করে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে চাকিরবন গ্রামের অদূরে যমুনা জোড়ের উপর এই চেকড্যাম নির্মাণের কাজ শুরু করে সেচ দফতর। সেচ দফতরের তদন্ত ও পরিকল্পনা বিভাগই এই নির্মাণের দায়িত্ব পায়। বরাদ্দ হয় ১ কোটি ১৩ লক্ষ টাকা। সেচ দফতর জানিয়েছে, নির্মাণের কাজ এখনও শেষ হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগে দেখা যায় চেক ড্যামটির গার্ড ওয়াল ভেঙে গিয়েছে। ঘটনার পরে নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। চলতি বর্ষায় নতুন তৈরি হওয়া চেক ড্যামগুলির বেশ কয়েকটির গার্ড ওয়াল একের পর এক ভেঙে পড়েছে। তৈরি হওয়ার মাস দেড়েক পরেই, আগস্টের শেষে হড়পা বানে ভেঙে গিয়েছিল বান্দোয়ানের লিকি গ্রামের টটকো নদীর উপরে চেকড্যামের গার্ড ওয়াল। সেটি তৈরি করার দায়িত্বে ছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। তারও আগে ভেঙেছিল যমুনা জোড়ের উপরেই সেরেংহাতু গ্রামের চেকড্যামের এবং ঘাটবেড়া গ্রামের অদূরে কুমারী নদীর উপরে নির্মীয়মাণ একটি চেকড্যামের গার্ডওয়ালের একাংশ। প্রতি ক্ষেত্রেই নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছিল এলাকায়। পুরুলিয়ার নদীর প্রকৃতি বুঝে সেই মতো পরিকল্পনা করা হয়নি বলেও অভিযোগ করেছিলেন অনেকে। নির্মাণে দুর্নীতি হয়ে থাকলে তদন্তের আশ্বাস দিয়েছিলেন জেলাশাসক।
এ দিন পুরুলিয়া ২ ব্লকের কৃষি ও সেচ বিভাগের কর্মাধ্যক্ষ রাজপতি মাহাতো জানান, সেচ দফতরকে জানানো হয়েছে। সেচ দফতরের তদন্ত ও পরিকল্পনা বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র সুমন্ত নাগ বলেন, ‘‘ওই চেকড্যাম নির্মাণের কাজ চলছে। গার্ডওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় সেটি নির্মাণ করা হবে।’’ চেকড্যাম নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার পক্ষে প্রসেনজিৎ বিশ্বাস জানান, তাঁরা সবে খবরটি শুনেছেন। দ্রুত ওই গার্ড ওয়াল মেরামত করে ফের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy