বিশ্বভারতীর জমি বেআইনি ভাবে ব্যবহার করে শতাধিক গাড়িতে মাল সরাবরাহ এবং বেআইনি গাছ কাটার অভিযোগ উঠল একটি আবাসন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সিমেন্টের খুঁটি পুঁতে রাস্তা বন্ধ করে দিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। আইন-শৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে, তার জন্য এলাকায় হাজির ছিলেন বোলপুরের এসডিপিও সূর্যপ্রতাপ যাদব।
পুলিশ এবং বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার শ্রীনিকেতন লাগোয়া কালীসায়র এলাকার একটি পুকুর পাড় ব্যবহার করে লাগোয়া ১৮ বিঘে জমিতে গড়ে উঠছে আবাসন প্রকল্প। অভিযোগ, ওই আবাসন প্রকল্পের জন্য মাল সরবরাহে শতাধিক গাড়ি ওই পুকুরপাড়ের রাস্তা বেআইনি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ওই পুকুর পাড়ের রাস্তা তৈরির জন্য বেশ কিছু গাছও কাটা হয়েছে। বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় রবিবার এই নিয়ে শান্তিনিকেতন তদন্তকেন্দ্র এবং বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। সোমবার দুপুর ২টো নাগাদ বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিক অশোক মাহাতো নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় এবং বিশ্বভারতীর একাধিক কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। অশোকবাবুর দাবি, “আমাদের জায়গা বেআইনি ভাবে ব্যবহার করে শতাধিক গাড়ি আসা-যাওয়া করছিল। একাধিক গাছও কাটা হয়েছে। থানায় অভিযোগ জানিয়ে আমাদের জায়গা চিহ্নিত করে বেড়া দেওয়ার কাজ শুরু করেছি।” বিশ্বভারতীর দাবি করা পুকুরপাড়কে কেন্দ্র করে এ দিনের ঝামেলা। কারণ, কয়েক মাস আগে ওই এলাকাকে ঘিরে স্থানীয় সুুরুলের কয়েকজন বাসিন্দার সঙ্গে বিশ্বভারতীর ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে। এ দিন ওই আবাসন সংস্থার কাউকে পাওয়া যাইনি। তাদের কলকাতা অফিসেও যোগাযোগ করা যাইনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy