সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বিশ্বভারতীর অন্যতম প্রো-ভোস্ট তপতী মুখোপাধ্যায়ের নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল রবীন্দ্রভবনের প্রাক্তন প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ঘটনায় তপতীদেবী বৃহস্পতিবারই বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার জেরে শুক্রবার বোলপুর আদালতে আত্মসমর্পণ করে নীলাঞ্জনবাবু জামিন নিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও বিশ্বভারতী সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই নীলাঞ্জনবাবু ফেসবুকে তাঁর ব্যক্তিগত প্রোফাইলের বিভিন্ন পোস্টে তপতীদেবীকে জড়িয়ে নানা মন্তব্য করেন। যার অধিকাংশই কুরুচিকর ও মানহানিকর বলে তপতীদেবীর অভিযোগ। এ দিন তিনি বলেন, “নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় ব্যাক্তিগত ভাবে ফেসবুকে আমার নামে অসম্মানজনক ও অশালীন মন্তব্য করেছেন। তাই গোটা বিষয়টির কথা জানিয়ে আমি তাঁর বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।” তপতীদেবী অভিযোগপত্রের সঙ্গে নীলাঞ্জনবাবুর ওই সব মন্তব্যের স্ক্রিন শট জমা দিয়েছেন। এ দিকে, পুলিশ অবশ্য জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই ওই পোস্টগুলি মোছা হয়েছে।
তপতীদেবীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নীলাঞ্জনবাবুর বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছে। এ দিনই অভিযুক্ত নীলাঞ্জনবাবু বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দারের এজলাসে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “ওই মানহানির মামলায় অভিযুক্ত নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় এ দিন বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দারের এজলাসে আত্মসমর্পণ করেছেন। বিচারক অভিযুক্তের জামিনের আর্জি মঞ্জুর করেছেন।” অন্য দিকে, গোটা ঘটনায় নীলাঞ্জনবাবুর প্রতিক্রিয়া, “বিচারাধীন বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে, এফআইআর হওয়ায় ব্যক্তিগত বন্ডে আমি জামিন নিয়েছি।”
অন্য দিকে, এ দিনই কলাভবন-কাণ্ডে ধৃত তিন ছাত্রের ফের জামিনের আবেদন খারিজ করল বোলপুর আদালত। শুক্রবার বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দার ধৃতদের ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ দিনই ঘটনার তদন্তকারী অফিসার নন্দিতা সাহামজুমদার আদালতে নির্যাতিতা ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট এবং মামলার কেস ডায়েরি জমা করেছে। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বিশ্বভারতীর কলাভবনের ভিন্ রাজ্যের প্রথম বর্ষের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত তিন অভিযুক্তের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। বোলপুরের এসিজেএম সঙ্ঘমিত্রা পোদ্দার ধৃতদের ফের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” গত অগস্ট মাসের শেষ সপ্তাহে বিশ্বভারতীর কলাভবনের ওই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে উঁচু ক্লাসের তিন ছাত্রের বিরুদ্ধে। এই মর্মে গত ২৬ অগস্ট নিজের ভবনের অধ্যক্ষ শিশির সাহানার কাছে ওই ছাত্রী লিখিত অভিযোগ জানান। কিন্তু বিশ্বভারতীর বিশাখা কমিটির কাছে তা পৌঁছতে দিন দু’য়েক সময় লেগে যায়। বিশাখা কমিটির অন্তর্বর্তী রিপোর্ট এবং সুপারিশ মেনে গত ৩০ অগস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযুক্ত তিন ছাত্রকে সাসপেন্ড করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিশ্বভারতী কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগও দায়ের করে। ওই রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে।
ছিনতাই। ব্যাঙ্ক থেকে কন্যাশ্রী প্রকল্পের টাকা তুলে হস্টেলে ফিরছিলেন এক কলেজ ছাত্রী। ভরদুপুরে সেই টাকার ব্যাগ ছিনিয়ে নিল মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা। শুক্রবার দুপুর ১২টা নাগাদ পুরুলিয়ার মানবাজার বাসস্ট্যান্ড মোড়ের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy