Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন তিন প্রার্থী

লোকসভা ভোট যুদ্ধের মধ্যেই কোতুলপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। বুধবার বিষ্ণুপুরে মহকুমাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল, কংগ্রেস ও বিজেপি-র প্রার্থীরা। তৃণমূলের শ্যামল সাঁতরা, কংগ্রেসের অক্ষয় সাঁতরা ও বিজেপি-র লক্ষীকান্ত মজুমদার মনোনয়নপত্র জমা দিলেন। তার আগে ওই তিন দলের কর্মীরা বিষ্ণুপুর শহরে মিছিল করে আসেন।

মনোনয়ন। ১) তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। ২) কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা ও ৩) বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। ছবি তুলেছেন শুভ্র মিত্র

মনোনয়ন। ১) তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। ২) কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা ও ৩) বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। ছবি তুলেছেন শুভ্র মিত্র

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ০০:১৭
Share: Save:

লোকসভা ভোট যুদ্ধের মধ্যেই কোতুলপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। বুধবার বিষ্ণুপুরে মহকুমাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল, কংগ্রেস ও বিজেপি-র প্রার্থীরা।

তৃণমূলের শ্যামল সাঁতরা, কংগ্রেসের অক্ষয় সাঁতরা ও বিজেপি-র লক্ষীকান্ত মজুমদার মনোনয়নপত্র জমা দিলেন। তার আগে ওই তিন দলের কর্মীরা বিষ্ণুপুর শহরে মিছিল করে আসেন। এসডিও অফিস চত্বরে ছিল কড়া নিরাপত্তা। বিশৃঙ্খলা এড়াতে মিছিলে থাকা কর্মীদের ভবনের বাইরেই আটকে দেয় পুলিশ। এই উপনির্বাচন কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা বিষ্ণুপুর মহকুমা উপ-সমাহর্তা নারায়ণচন্দ্র রায় বলেন, “সুষ্ঠ ভাবেই তিনটি দলের মনোনয়নপত্র জমা পড়েছে। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।”

কোতুলপুর বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে তিন দলই আশাবাদী। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “জয় নিয়ে কোনও সন্দেহই নেই। আমরা বিপুল ভোটে জিতব।” বিষ্ণুপুরে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রাধারানি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোতুলপুরে আমাদের সংগঠনের মাটি শক্ত। গত বিধানসভা নির্বাচনে আমরা জিতেছিলাম। এ বারও জিতব।” বিজেপি-র বিষ্ণুপুর মহকুমা মণ্ডল সভাপতি স্বপন ঘোষও দাবি করেন, “সারা দেশে এখন নরেন্দ্র মোদীর হাওয়া বইছে। তার আঁচ লাগবে এই উপনির্বাচনেও।”

অন্য বিষয়গুলি:

kotulpur nomination byelection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE