Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
State news

নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইটবৃষ্টি

প্রচুর পুলিশ, রোবো কপ এবং কমব্যাট বাহিনী ঘিরে রেখেছে মিছিলের গোটা রুট।

জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮
Share: Save:

বামপন্থী যুব ও ছাত্র সংগঠনগুলির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল হাওড়ায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা তেড়ে যাওয়া, লাঠিচার্জ এবং ইট-বোতলবৃষ্টিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়ার মল্লিক ফটক এলাকা। এ সবের মধ্যেই চলছে জলকামান- কাঁদানে গ্যাস। কখনও পিছু হঠছে পুলিশ, কখনও মিছিল— শুক্রবার দুপুরে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এ দিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল নবান্নমুখী রাস্তা। প্রচুর পুলিশ, রোবো কপ এবং কমব্যাট বাহিনী ঘিরে রাখে মিছিলের গোটা রুট। দুপুর ১টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের সামনে জমায়েত করেন বাম ছাত্র-যুবরা। তাঁরা রেল মিউজিয়ামের সামনে থেকে রওনা দিয়ে ২টো নাগাদ বঙ্কিম সেতু পেরিয়ে পৌঁছন মল্লিক ফটকের মুখে। সেখানেই তৈরি ছিল পুলিশের বিশাল ব্যারিকেড। সেখানে মিছিল পৌঁছতেই পুলিশ মাইকে মিছিলকে এগোতে বারণ করে। আগেই বাম-ছাত্র যুবরা জানিয়েছিলেন যে, তাঁরা পুলিশের বাধা মানবেন না। তাঁরা এগিয়ে যেতে থাকেন। প্রথমে হাতাহাতি- ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে। তার মধ্যেই পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট এবং বোতল। পাল্টা পুলিশও শুরু করে এলোপাথাড়ি লাঠি চার্জ। মিছিল কয়েক মিনিটের জন্য থমকে যায়। এর পর ফের মিছিল এগোতে শুরু করলে জলকামান ব্যবহার করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসও।

জলকামান-লাঠি-কাঁদানে গ্যাসের দাপটে মিছিল বেশ খানিকটা ছত্রভঙ্গ হয়ে পড়লেও মিনিট দশেকের মধ্যে ফের আন্দোলনকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে আশপাশের গলি দিয়ে জিটি রোডের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশও পাল্টা গলির মধ্যে ঢুকে লাঠিচার্জ করা শুরু করে। পাল্টা বিক্ষিপ্ত ভাবে পুলিশকে লক্ষ্য করেও উড়ে আসতে থাকে ইট। এ ভাবেই দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে। তার মধ্যেই আন্দোলনকারীরা অভিযোগ করেন, গলির মধ্যে কয়েকটি বাড়ি থেকে তৃণমূল কর্মী সমর্থকরা বাম কর্মীদের লক্ষ্য করে ইট ছুড়েছে। দফায় দফায় সংঘর্ষে বাম কর্মীদের সঙ্গে বেশ কয়েক জন পুলিশ কর্মীও গুরুতর আহত হন বলে অভিযোগ।

আরও পড়ুন: বৌবাজার কাণ্ডে ক্ষতিপূরণ নিতে গেলে এ বার মেট্রোকে মুচলেকা দিতে হবে ঘরছাড়াদের

বেলা পৌনে তিনটে নাগাদ ফের উত্তেজনা বাড়ে। হঠাৎ করেই মিছিলের দিক থেকে বোমা বা বাজি জাতীয় কোনও জিনিস উড়ে আসে পুলিশ লক্ষ্য করে। সশব্দে তা ফাটার পরেই ফের পুলিশ লাঠিচার্জ শুরু করে। অন্য দিকে, ছত্রভঙ্গ হওয়া মিছিল ফের অনেকটা একজোট হয়ে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ছবি: এএনআই।

মিছিল রোখার জন্য এ দিন সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মিছিলের গোটা রুটে। কোনও ভাবে যাতে মিছিল নবান্নের কাছে পৌঁছতে না পারে। আন্দোলনকারীরা প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা হাওড়া স্টেশন থেকে বঙ্কিম সেতু পেরিয়ে বঙ্গবাসী মোড় হয়ে মল্লিক ফটক থেকে বাঁ দিক ধরে জিটি রোড ধরে নবান্নের দিকে যাবে। এ দিন সকাল থেকেই ওই রুটে তিনটি পর্যায়ে ব্যারিকেড করা হয়। মল্লিক ফটকের সামনে ব্যারিকেডটি মূল বাধা হিসাবে তৈরি করা হয়। সেখানে মিছিলের প্রথম ধাপে রাখা হয় মহিলা পুলিশ কর্মীদের। তাঁদের পিছনে কমব্যাট ফোর্স-রোবো কপ। সেই বাধা পেরতে পারলে মিছিলকে ধাক্কা খেতে হবে ইস্পাতের ব্যারিকেডে। সেখানেই রাখা রয়েছে জলকামান। এ ছাড়া কাঁদানে গ্যাস-সহ বিশেষ বাহিনীও মোতায়েন করা হয়েছে ওই মল্লিক ফটকে। হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা ছাড়াও, আশপাশের জেলা থেকে অতিরিক্ত বাহিনী আনা হয় ওই মিছিল রুখতে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। তাঁর কথায়, ‘‘পুলিশ মিছিলকারীদের উপর নৃশংস হামলা চালিয়েছে। কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে। এতে বামপন্থী ছাত্রযুব নেতৃবৃন্দ-সহ বহু ছাত্রযুব আহত হয়েছেন। পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকেও পরিকল্পনা করে মিছিলকারীদের ওপরে ইট-পাথর ছোড়া হয়েছে।’’

রাজ্যে কর্মসংস্থান, নতুন শিল্প তৈরি, কাজ না পাওয়া অবধি বেকার ভাতার ব্যবস্থা এবং কম খরচে পড়াশোনার সুযোদের দাবিতে দু’দিনের ওই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১২টি বামপন্থী যুব এবং ছাত্র সংগঠন। সিঙ্গুর থেকে হাওড়া হয়ে নবান্ন পর্যন্ত ওই অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হয়। সেই মিছিল এ দিন দুপুরে হাওড়া থেকে রওনা হয়।

অন্য বিষয়গুলি:

Nabanna CPM Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy