বেনাচিতির বহুতলে তদন্তকারীরা। নিজস্ব চিত্র
শিল্পা অগ্রবাল খুনে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারের স্ত্রী মনীষা কুমারীকে বেনাচিতির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করায় পুলিশ। যদিও তদন্তকারীরা এ ব্যপারে মুখ খুলতে চাননি। তাঁরা জানান, ওষুধ ও কিছু প্রয়োজনীয় সামগ্রী নিতেই মনীষা ফ্ল্যাটে এসেছিলেন। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, একটি ফটো অ্যালবাম, প্রয়োজনীয় ওযুধ, ব্যাঙ্কের চেক ও পাসবই নিয়ে বের হয় মনীষা। ২০ মিনিট ভিতরে ছিলেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় রাজীব জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি রাতে শিল্পা বেনাচিতিতে তাঁর ভাড়া নেওয়া বহুতলের ফ্ল্যাটে আসেন। তাঁর সঙ্গে শিল্পার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শিল্পা। পুলিশের দাবি, তা থেকে বিবাদের জেরেই শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয় মেজিয়ার বাসিন্দা শিল্পাকে। যদিও শিল্পার পরিবারের দাবি, তাঁর কাছ থেকে শেয়ারবাজারে খাটিয়ে লাভ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিলেন রাজীব। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে গণ্ডগোলের জেরেই খুন হতে হয় শিল্পাকে।
১৫ ফেব্রুয়ারি ফ্ল্যাটের সামনের বারান্দার পাশের ঘুপচি ঘর থেকে উদ্ধার হয় ট্রলি-ব্যাগে ভরা শিল্পার দেহ। রাজীব ও তাঁর স্ত্রী মনীষাকে গ্রেফতার করে পুলিশ। দু’জনেই পুলিশি হেফাজতে রয়েছেন। মাস ছয়েক আগে মেজিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে যোগ দেন রাজীব। শিল্পা ওই ব্যাঙ্কেই ‘ব্যাঙ্কমিত্র’ হিসেবে কাজ করতেন। শনিবার রাজীবকে ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করানো হয়। যে দোকান থেকে খুনের দিন মদ কিনেছিলেন রাজীব এবং ১৪ ফেব্রুয়ারি ব্যাগ কিনেছিলেন-দু’টি দোকানেই তাঁকে নিয়ে যান তদন্তকারীরা।
সোমবার দুপুরে হঠাৎ মনীষাকে নিয়ে ফ্ল্যাটে হাজির হন তদন্তকারীরা। ৯ ফেব্রুয়ারি মনীষা ব্যাঙ্ক ছুটির পরে রাঁচীতে চার বছরের মেয়ের কাছে চলে গিয়েছিলেন বলে জেরায় জানিয়েছিলেন। এ দিন তদন্তকারীরা ট্রেনের টিকিট পেয়ে নিশ্চিত হন, সেই তথ্য সম্পর্কে। পাশাপাশি, রাঁচী থেকে ফেরার পরে সব জানার পরে তিনি কী কী করেছিলেন, দেহ সরাতে কীভাবে স্বামীকে সহযোগিতা করেছিলেন- সবই এ দিন মনীষা করে দেখান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের কারও কারও মতে, শিল্পাকে নিয়ে তাঁদের দু’জনের মধ্যে অশান্তি ছিল— তা জেরায় তিনি স্বীকারও করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy