বাংলায় আসার আগে একগুচ্ছ টুইট করলেন প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই।
বছর শেষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। সঙ্গে রয়েছে একাধিক কর্মসূচি। তার আগে বৃহস্পতিবার একগুচ্ছ টুইট করলেন প্রধানমন্ত্রী।
বাংলায় আসার আগে বৃহস্পতিবার রাতে মোট চারটি টুইট করেছেন মোদী। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘‘কলকাতায় আমি জাতীয় গঙ্গা পর্ষদের দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকব। স্বচ্ছতার প্রতি দায়বদ্ধতার সাপেক্ষে নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য একাধিক প্রকল্প দেশকে উৎসর্গ করা হবে। উদ্বোধন করা হবে শ্যামাপ্রসাদ মুখার্জী— ন্যাশানাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন।’’
In Kolkata, I will chair the 2nd meet of the National Ganga Council. In line with our commitment to Swachhata, many sewerage infra projects would also be dedicated to the nation. Dr. Syama Prasad Mookerjee – National Institute of Water and Sanitation would also be inaugurated.
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
দ্বিতীয় টুইটে মোদী লেখেন, ‘‘কলকাতা ও সেখানকার মানুষের জন্য সুখবর। কলকাতা মেট্রোর জোকা-তারাতলা লাইনের উদ্বোধন করা হবে শুক্রবার।’’ এই টুইটের সঙ্গে মেট্রো স্টেশনের একাধিক ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
Great news for the people of Kolkata and for furthering 'Ease of Living' in this vibrant city. The Joka-Taratala stretch Kolkata Metro's Purple Line would be inaugurated. pic.twitter.com/JQbsQdOKYm
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
তৃতীয় টুইটে মোদী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষের মাঝে থাকা আমার কাছে বরাবরই বিশেষ অনুভূতি। আগামিকাল, ৩০ ডিসেম্বর রাজ্যের উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। মোট ৭ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হবে পশ্চিমবঙ্গে।’’
It is always special to be among the people of West Bengal. Tomorrow, 30th December is an important day for the growth trajectory of the state. Development works over Rs. 7800 crore would either be inaugurated or their foundation stones would be laid. https://t.co/pKISRE6hUc
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
মোদী আরও লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পগুলির অন্যতম মূল লক্ষ্য যোগাযোগ ব্যবস্থা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হবে। সেই সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপিত হবে।’’
A key focus of the programmes in West Bengal is connectivity. The Howrah-New Jalpaiguri Vande Bharat Express would be flagged off. The foundation stone for the re-development of New Jalpaiguri Railway Station will also be laid. pic.twitter.com/JeHrT0EZQ9
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরের যে সূচি পাওয়া গিয়েছে, তাতে তিনি কলকাতায় এসে পৌঁছবেন সকাল ১০টা নাগাদ। এর পরে সওয়া ১১টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পরে তিনি যাবেন কলকাতার বন্দর এলাকায়। সেখানে আইএনএস নেতাজি সুভাষে হবে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। মমতা ছাড়াও বৈঠকে যোগ দেওয়ার কথা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy