Advertisement
২২ নভেম্বর ২০২৪

প্রথম শ্রেণি, পাশের হার বাড়ল অনার্সে

কয়েক বছর ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রথম শ্রেণি পাওয়া পড়ুয়ার সংখ্যা চোখে পড়ার মতো। বিএ, বিএসসি, বিকম মিলিয়ে এ বার প্রথম শ্রেণি পেয়েছেন ৫৩৫৯ জন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ০১:২৯
Share: Save:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পাশের হার এ বার বেড়েছে অনেকটাই। একই রকম বৃদ্ধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি অনার্স পরীক্ষাতেও। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, কলা, বিজ্ঞান, বাণিজ্য— তিন শাখার অনার্সেই পাশের হার গত বারের তুলনায় বেশি। গত বারের চেয়ে প্রথম শ্রেণি পাওয়া পড়ুয়ার সংখ্যাও এ বার অনেক বেশি।

কয়েক বছর ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রথম শ্রেণি পাওয়া পড়ুয়ার সংখ্যা চোখে পড়ার মতো। বিএ, বিএসসি, বিকম মিলিয়ে এ বার প্রথম শ্রেণি পেয়েছেন ৫৩৫৯ জন। গত বার প্রথম শ্রেণিতে পাশ করেছিলেন মোট ৪৩৯৭ জন। অর্থাৎ গত বারের তুলনায় এ বার ৯৬২ জন বেশি পড়ুয়া প্রথম শ্রেণি পেয়েছেন। প্রথম শ্রেণিতে এত বেশি ছাত্রছাত্রী পাশ করেছেন যে, তাঁদের সকলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ নেওয়ার সুযোগ পাবেন না বলে জানাচ্ছে শিক্ষা শিবির।

এ বার বিএ পার্ট থ্রি অনার্স পরীক্ষা দিয়েছিলেন ১৫,১১৪ জন। তাঁদের মধ্যে প্রথম শ্রেণি পেয়েছেন ৭১৬ জন। পাশের হার ৭৫.৭০ শতাংশ। বিএসসি পার্ট থ্রি অনার্সে মোট পরীক্ষার্থী ৮৬৮৯ জন। প্রথম শ্রেণি পেয়েছেন ২৬৯৯ জন। বিকম পার্ট থ্রি অনার্সে মোট পরীক্ষার্থী ১৭৭৯১ জন। প্রথম শ্রেণি পেয়েছেন ১৯৪৪ জন।

বিএ-তে ৩১৯২ জন ছাত্র পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১১,৯২২। প্রথম শ্রেণি পেয়েছেন ৫৯২ জন ছাত্রী। প্রথম শ্রেণি পাওয়া ছাত্রের সংখ্যা ১২৪। বিএসসি-তে ৩৩৮২ জন ছাত্র এবং ৫৩০৭ জন ছাত্রী পরীক্ষা দেন। প্রথম শ্রেণি পেয়েছেন ১৭৪০ জন ছাত্রী এবং ৯৫৯ জন ছাত্র। বিএ এবং বিএসসি-তে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রথম শ্রেণিতে পাশ করছেন অনেক বেশি সংখ্যক মহিলা পরীক্ষার্থী। এই প্রবণতা কেন? সহ-উপাচার্য (শিক্ষা) আশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘ছেলেরা নানা পেশাগত পাঠ্যক্রম পড়তে চলে যাচ্ছে। তাই হয়তো বিএ, বিএসসি-তে ছাত্র কমছে। ফল ভাল করছে মেয়েরা।’’

ব্যতিক্রম বিকম। বাণিজ্যে ছাত্রের সংখ্যা ১০৮৭২। ছাত্রী ৬৯১৯ জন। প্রথম শ্রেণি পেয়েছেন ৯৯০ জন ছাত্র এবং ৯৫৪ জন ছাত্রী। কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখা মিলিয়ে দ্বিতীয় শ্রেণিতে পাশ করেছেন ২২,৭০৭ জন। গত বার তিন শাখা মিলিয়ে সংখ্যাটা ছিল ২১,০৮৬।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Education HS University of Calcutta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy