মালদহ কলেজের পরিচালন কমিটির সভাপতি মনোনীত হলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। শনিবার কলেজ পরিচালন কমিটি সর্বসম্মতিক্রমে রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীকে সভাপতি মনোনীত করেছেন। মন্ত্রী বলেন, “সবাই যেভাবে আমাকে ধরলেন তাতে শিক্ষকদের অনুরোধ ফেলতে পারলাম না। মালদহ কলেজের ছাত্র ছিলাম। মালদহ কলেজেকে মনের মতো করে গড়ে তুলতে চাই। মালদহ কলেজের শিক্ষার মান আরো কী করে বাড়ানো যায় সেদিকে জোর দেব।”
শনিবার পরিচালন কমিটির বৈঠক ছিল। বৈঠকের এক ঘণ্টা আগে শনিবার সকাল ১০টা নাগাদ পরিচালন কমিটির তিন জন শিক্ষক প্রতিনিধি লিখিতভাবে ও একজন শিক্ষক প্রতিনিধি এসএমএস করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। চার শিক্ষক প্রতিনিধির অনুপস্থিতে এ দিন পরিচালন কমিটির বৈঠকে অশিক্ষক কর্মীদের প্রতিনিধি, সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা প্রবীণ শিক্ষাবিদ তথা প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ চক্রবর্তী ও চার শিক্ষক প্রতিনিধির পদত্যাগপত্র গ্রহণ করেন। ওই বৈঠকেই পরিচালন কমিটির বাকী সদস্যরা সর্বসম্মতিক্রমে রাজ্যের পযর্টন মন্ত্রীকে পরিচালন কমিটির সভাপতি হিসাবে মনোনীত করেন।
পদত্যাগী চার শিক্ষক প্রতিনিধির জায়গায় নতুন করে নিবার্চন পরিচালন কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম সরকার বলেন, “মার্চ মাসে আমাদের কলেজে পরিচালন কমিটি থেকে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তী পদত্যাগ করেছিলেন। কিন্তু নিবার্চন বিধির কারণে পরিচালন কমিটির বৈঠক ডাকা সম্ভব হয়নি। পরিচালন কমিটিতে শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। নতুন সভাপতি মনোনীত হয়েছেন।”
বর্তমান পরিচালন কমিটির মেয়াদ আর নয় মাস। পদত্যাগী পরিচালন কমিটির তিনি সদস্য উজ্জল সাহা, অরূপ রায়চৌধুরী ও একেএম আনোয়ারুজ্জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy