Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইটভাটার মালিককে শো-কজ

ইটভাটায় মাটি খুঁড়ে তৈরি হওয়া ডোবার জলে চার শিশুর মৃত্যুর ঘটনায় ইটভাটার মালিককে শো-কজ করল জেলা ভূমি রাজস্ব দফতর। বুধবার দক্ষিণ দিনাজপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক সুবলচন্দ্র রায় বলেন, “নিয়ম অনুযায়ী যাতে কৃষিজমির ক্ষতি না হয় সে ভাবে ভাটা কর্তৃপক্ষকে মাটি কাটতে হবে। কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাটা কর্তৃপক্ষ নিয়ম মানেননি বলে প্রাথমিকভাবে গাফিলতির অভিযোগ মিলেছে। মালিককে শো-কজ করে সাত দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০২:০৮
Share: Save:

ইটভাটায় মাটি খুঁড়ে তৈরি হওয়া ডোবার জলে চার শিশুর মৃত্যুর ঘটনায় ইটভাটার মালিককে শো-কজ করল জেলা ভূমি রাজস্ব দফতর। বুধবার দক্ষিণ দিনাজপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক সুবলচন্দ্র রায় বলেন, “নিয়ম অনুযায়ী যাতে কৃষিজমির ক্ষতি না হয় সে ভাবে ভাটা কর্তৃপক্ষকে মাটি কাটতে হবে। কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাটা কর্তৃপক্ষ নিয়ম মানেননি বলে প্রাথমিকভাবে গাফিলতির অভিযোগ মিলেছে। মালিককে শো-কজ করে সাত দিনের মধ্যে উত্তর চাওয়া হয়েছে।”

ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, মাইনস অ্যাক্টে কোলিয়ারি বা তেল খননের ক্ষেত্রে ১০ মিটার পর্যন্ত মাটি খোঁড়ার নিয়ম রয়েছে। কিন্ত ইটভাটা মাইনর মাইনস অ্যাক্টের মধ্যে পড়ে ও এ ক্ষেত্রে স্পষ্ট করে কত গভীর পর্যন্ত মাটি কাটা যাবে, তা বলা নেই। তবে কৃষিজমির ক্ষতি না করে মাটি কাটার নিয়ম থাকলেও ইটভাটাগুলি ভূমি রাজস্ব দফতরের এই নিয়মের তোয়াক্কা করে না বলে অভিযোগ উঠেছে। ফলে ইট তৈরির জন্য জমির মাটি কেটে এক একটি ইটভাটা বসতি এলাকায় কার্যত পুকুর বানিয়ে ফেলেছে বলে বাসিন্দারা অভিযোগ তুলেছেন।

বালুরঘাটের বিডিও শুভ্রজিত গুপ্ত বলেন, “ব্লক ভূমি রাজস্ব দফতরের কাছে তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে।” দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “এ ব্যাপারে ভূমি রাজস্ব দফতর থেকে থানায় অভিযোগ জানালে আইনত ব্যবস্হা নেওয়া হবে।” আরএসপি-র তরফে ওই ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশকে নিজে থেকে মামলা দায়ের করার দাবি তোলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বালুরঘাট থানার হলিদাডাঙা এলাকার একটি ইটভাটার ডোবায় স্নান করতে নেমে স্থানীয় চারটি শিশুর মৃত্যু হয়। এক বালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে সে বালুরঘাট হাসপাতালে চিকিত্‌সাধীন। ওই ঘটনার পর এলাকায় তদন্তে গিয়ে বিডিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চাল দিয়ে সাহায্য করেন। এ দিন সকালে ওই গ্রামে গিয়ে শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করেন প্রাক্তন কারামন্ত্রী তথা আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। ওই ইটভাটার ডোবাগুলি বন্ধ করার জন্য বাসিন্দারা তাঁকে ব্যবস্থা নিতে বলেন। পরে বিশ্বনাথবাবু বলেন, “স্বান্তনা দিতে গিয়েছিলাম। মৃত শিশুর আত্মীয়দের বিডিও অফিসে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হয়েছে।” একসঙ্গে চার শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ নিজে থেকে মামলা করে তদন্ত করতে পারে বলে বিশ্বনাথবাবু মনে করেন। এ দিন বালুরঘাটের বিজেপি প্রার্থী বিশ্বপ্রিয় রায়চৌধুরীও গ্রামে গিয়ে পরিবারগুলিকে সান্ত্বনা দেন।

অন্য বিষয়গুলি:

brick death showcause
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE