Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
West Bengal Municipal Election 2022

WB Municipal Election 2022: পুরভোটের প্রচারে মালদহে গিয়ে দিল্লি দখলের স্লোগান তুললেন মন্ত্রী ফিরহাদ

ফিরহাদ জানান, নীলবাড়ির লড়াইয়ে বাংলা থেকে বিজেপি-কে উৎখাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার দিল্লি থেকে বিজেপি-কে থেকে উৎখাত করার পালা।

মালদহে পুরভোটের প্রচারে ফিরহাদ।

মালদহে পুরভোটের প্রচারে ফিরহাদ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইংরেজবাজার শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:১০
Share: Save:

পুরভোটের প্রচারসভা থেকে ‘দিল্লি চলো’ স্লোগান তুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বার্তা, পুরভোটে তৃণমূলকে জিতিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার পরে শুরু হবে ‘দিল্লি দখলের অভিযান’।

ইংরেজবাজার এবং পুরাতন মালদহে তৃণমূলের সভায় বুধবার ফিরহাদ জানান, নীলবাড়ির লড়াইয়ে বাংলা থেকে বিজেপি-কে উৎখাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এবার দিল্লি থেকে বিজেপি-কে থেকে উৎখাত করার পালা। তাঁর কথায়, ‘‘শুধু বাংলা নয়,সারা ভারতবর্ষকে ঠিক রাখতে হবে। বাংলায় আমাদের প্রতিষ্ঠিত আছি। কিন্তু দিল্লির লোক যদি বলে আপনাদের ওল্ড মালদা আছে? ইংরেজবাজার আছে? তাই এই সব আমাদের দখল করতে হবে। আর মমতাদিকে এক পা করে দিল্লির দিকে এগিয়ে দিতে হবে।’’

ইংরেজবাজার ও পুরাতন মালদার পুরসভার নির্বাচনী প্রচারে এসে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ বিজেপি-র পাশাপাশি নিশানা করেন কংগ্রেসকে। তিনি বলেন, ‘‘এক সময় ছোটবেলায় কংগ্রেস করতাম। বরকতদার নেতৃত্বে কংগ্রেস করেছি। তিনি ‘সিপিএমকে বঙ্গপোসাগরে ছুড়ে ফেলে দেওয়ার আওয়াজ’ তুলেছিলেন। বরকতদার সেই স্বপ্ন পূরণ করেছেন মমতাদি। কিন্তু সেই কংগ্রেস এখন সিপিএমের সঙ্গে জোট করছে।’’

অন্য বিষয়গুলি:

West Bengal Municipal Election 2022 Firhad Hakim TMC Malda Old Malda Municipality Englishbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy