গাড়ির ধাক্কায় এক মিষ্টির ব্যবসায়ীর মৃত্যু হল মালদহের পুখুরিয়ার পীরগঞ্জে। চাঁচল থেকে মালদহগামী রাজ্য সড়কের পীরগ়ঞ্জ বাসস্ট্যান্ডের কাছে রবিবার বিকেলের ঘটনা। ঘটনার জেরে ঘাতক গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর ঘণ্টাদুয়েক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল পৌঁছানোর আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘাতক গাড়িটির চালক-সহ দুই যাত্রী অবশ্য দুর্ঘটনার পরেই গাড়ি থেকে নেমে পালিয়ে যান। চাঁচলের এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। গাড়িটির চালক কে ছিলেন, গাড়িটি কার তা জানার চেষ্টা চলছে।’’
মৃত ব্যবসায়ী ফুলকুমার মণ্ডলের (৪৮) বাড়ি পীরগঞ্জেই। ওখানেই তাঁর মিস্টির দোকান রয়েছে। এ দিন দুপুরে দোকান থেকে বাড়ি যাওয়ার সময় রতুয়া থেকে মালদহগামী গাড়িটি ফুলকুমারবাবুকে মুখোমুখি ধাক্কা মারে বলে বাসিন্দারা জানান। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরেই ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ শুরু করেন বাসিন্দাদের একাংশ। ওই সময় বাসিন্দাদের কয়েকজন গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করা হলেও কারা, কেন গাড়িটিতে আগুন ধরিয়ে দিল তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের
অনেকেই। বাসিন্দাদের অনেকেই জল ঢেলে গাড়িটির আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের একাংশের অবশ্য দাবি, গাড়িটি প্রচন্ড গতিতে থাকায় নিয়ন্ত্রন হারিয়ে ফুলকুমারবাবুকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাতেই ক্ষুব্ধ হয়ে বাসিন্দাদের একাংশ গাড়িটিতে আগুন ধরিয়ে দেন বলে দাবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy