শ্মশানবাসী দুই সাধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে দক্ষিণ দিনাজপুরেরে হিলি থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে যমুনা নদীর ধারের শ্মশানে ওই দুই সাধুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, দু’জনের গলার পিছনে, ঘাড়ে ও বুকে হিংস্র জন্তুর দাঁত নখের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হিলি থানার ওসি সন্দীপ সুব্বা জানিয়েছেন, শেয়াল কিংবা নেকড়ে জাতীয় কোনও পশুর হামলায় ওই দুই সাধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে। রাতে ঘুমিয়ে থাকার সময় তাঁদের উপর হামলা হয়। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানা না গেলেও একজনের বয়স আনুমানিক ৫৫ বছর, অন্য জনের ৬০ বছরের বেশি হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বয়স্ক সাধু বহু দিন ধরে এখানে ছিলেন। কয়েকমাস হল কম বয়সী ওই সাধু তাঁর সঙ্গে শ্মশানে এসে ডেরা বাঁধেন। শ্মশানযাত্রীদের প্রতীক্ষালয়ে রাত কাটাতেন। শ্মশানের মন্দির কমিটির সম্পাদক উজ্জ্বল মালি বলেন, ‘‘বিদ্যুতের বিল জমা না দেওয়ায় পথবাতির আলো কেটে দিয়েছে। ফলে সন্ধ্যা হতেই শ্মশান এলাকাটি অন্ধকারে ডুবে যায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy