গোর্খা জন মুক্তি মোর্চায় যোগ দিলেন কালিম্পং পুরসভার তৃণমূলের দুই কাউন্সিলর।—প্রতীকী চিত্র।
দল ছেড়ে গোর্খা জন মুক্তি মোর্চায় যোগ দিলেন কালিম্পং পুরসভার তৃণমূলের দুই কাউন্সিলর।
কালিম্পঙের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভীম অগ্রবাল এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আনসারি শনিবার মোর্চায় যোগ দেন। ভয় দেখানো এবং নানা ধরনের হুমকি পরিস্থিতিতে তাদের দুই কাউন্সিলরকে দল ছাড়তে হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তবে ওই দুই কাউন্সিলর তা মানেননি। একই সুরে তাঁরা দুই জন জানান, পাহাড়বাসী গোর্খাল্যান্ডের দাবি তুলেছেন। বর্তমান পরিস্থিতিতে তারাও পাহাড়বাসীর ওই দাবির সঙ্গে সহমত। সে কারণে তৃণমূল ছেড়ে মোর্চায় যোগ দিয়েছেন।
যদিও বাস্তব পরিস্থিতি তা নয় বলে দাবি তৃণমূলের। দলেরই একটি সূত্রে জানানো হয়েছে, উন্নয়নের দাবি নিয়েই পাহাড়ে প্রচার চালিয়েছিলেন তৃণমূলের প্রার্থীরা। বরং গোর্খাল্যান্ডের দাবি নিয়ে মোর্চা প্রচারে নামলে তার বিরুদ্ধে প্রচার চালায় তৃণমূল। তারা উন্নয়নের দাবি তোলে। মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়নের স্বার্থে কালিম্পংকে আলাদা জেলা করে দিয়েছেন। জল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছেন। নির্বাচনী প্রচারে দলের একাধিক মন্ত্রী, নেতা এসে তা নিয়ে প্রচারও চালিয়েছে। এই পরিস্থিতিতে ২৩ আসনের কালিম্পং পুরসভায় তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন ওই দুই জন। জন আন্দোলন পার্টির দুই জন এবং মোর্চা সমর্থিত এক জন নির্দল প্রার্থী জেতেন। বাকি সমস্ত আসনেই জিতেছে মোর্চা।
তাদের দুই কাউন্সিলরকে দল ছাড়তে হওয়ার পিছনে কী কারণ হতে পারে তা স্পষ্ট বলে দাবি তৃণমূলের। তবে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে দলে টানার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মোর্চা নেতৃত্ব। তাঁরা জানান, পাহাড়ের মানুষ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নেমেছেন। তাকে সমর্থন জানিয়েই ওই দুই কাউন্সিলর মোর্চায় যোগ দিয়েছেন। তৃণমূলের কালিম্পং জেলা সভাপতি সতীশ থিং বলেন, ‘‘চাপে পড়েই তাঁরা দল ছেড়েছে বলে জানতে পেরেছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy