Advertisement
২২ জানুয়ারি ২০২৫
21 July Rally

লক্ষ্য ৩০ হাজার, বিশেষ ট্রেন ভাড়া করল তৃণমূল

প্ৰত্যেক বছরই ২১ জুলাইয়ের কর্মসূচিতে কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক যোগ দেন। বিনা টিকিটে ট্রেন যাত্রার অভিযোগ ওঠে তাঁদের একাংশের বিরুদ্ধে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নমিতেশ ঘোষ
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ০৮:৫৯
Share: Save:

এ বার ২১ জুলাইয়ের কর্মসূচিতে কর্মী-সমর্থকদের নিয়ে যেতে বিশেষ ট্রেন ভাড়া করল তৃণমূল। সোমবার তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক দাবি করেন, আগামী বৃহস্পতিবার নিউ কোচবিহার থেকে দুপুর একটা নাগাদ ওই ট্রেন শিয়ালদহের উদ্দেশে রওনা হবে। যাত্রাপথে বিভিন্ন স্টপ থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই ট্রেনে উঠবেন। দলীয় সূত্রে খবর, কোচবিহার থেকে ৩০ হাজার মানুষকে কলকাতা নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকেরা ট্রেনে কলকাতা যেতে শুরুও করেছেন। যারা বাকি থাকবেন, তাঁরা যাবেন বিশেষ ট্রেনে।

অভিজিৎ বলেন, ‘‘তিরিশ হাজারের বেশি মানুষ কোচবিহার থেকে ধর্মতলায় যাবেন। পঞ্চায়েত ভোটের বিশাল জয়ের পরে মানুষের উন্মাদনা এখন তুঙ্গে।’’ রেল দফতরের কর্তারা অবশ্য ওই বিশেষ ট্রেনের বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি। এক আধিকারিক বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা কিছু তথ্য পাইনি। কিছু পেলে জানিয়ে দেওয়া হবে।’’

প্ৰত্যেক বছরই ২১ জুলাইয়ের কর্মসূচিতে কোচবিহার থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক যোগ দেন। বিনা টিকিটে ট্রেন যাত্রার অভিযোগ ওঠে তাঁদের একাংশের বিরুদ্ধে। এ বার বিশেষ ট্রেন ভাড়া করায় তেমন অভিযোগ খুব একটা উঠবে না বলে মনে করা হচ্ছে। দিনহাটা মহকুমার চারটি ব্লক থেকে প্রায় আট হাজার কর্মী-সমর্থক ওই কর্মসূচিতে যোগ দেবেন। ওই সভায় দিনহাটার কারা যাবেন, তাঁদের নামের তালিকা প্রস্তুত করেছেন ব্লক নেতারা।

ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে দিনহাটার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকদের নিয়ে সভা হয়। পাশাপাশি, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া কর্মীদের নিয়ে বৈঠক করেন। পঞ্চায়েত ভোট শেষ হতেই একুশে জুলাইয়ের সমাবেশ সফল করে তুলতে দলীয় স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।তথ্য সহায়তা: সুমন মণ্ডল

অন্য বিষয়গুলি:

21 July Rally TMC Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy