Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

উন্নয়নে কী প্রতিশ্রুতি, তাকিয়ে জেলা

মালঙ্গি বনবাংলোতে পৌঁছানোর ঠিক আগে হাসিমারা গুরুদ্বারেও মুখ্যমন্ত্রী গাড়ি থামান। সেখানে প্রসাদ খান। তার পরে মালঙ্গি বনবাংলোর কাছে একাধিক বার মুখ্যমন্ত্রীর গাড়ি থামে। একটি শিশুর আবদারে তাকে তাঁর ছবির মধ্যে সইও করে মমতা।

গাড়ি থেকেই মুখ বাড়িয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাসিমারায়।

গাড়ি থেকেই মুখ বাড়িয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাসিমারায়। ছবি: নারায়ণ দে।

পার্থ চক্রবর্তী, সৌম্যদ্বীপ সেন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪
Share: Save:

মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে এই প্রথম তিন দিনের সফরে আলিপুরদুয়ারে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, আজ, বুধবার শহরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। আগামী কাল, বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই সফরে, জেলার উন্নয়নে তাঁর মুখ থেকে একাধিক ঘোষণা শোনার আশায় আলিপুরদুয়ারবাসী।

কালচিনির হাসিমারা সেনা ছাউনিতে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান এসে পৌঁছয়। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন রাজ্যসভার সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক, মাদারিহাট উপনির্বাচনে জয়ী দলের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। প্রশাসনের তরফে ছিলেন- জেলাশাসক আর বিমলা ও পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

কিছুক্ষণ পরে হাসিমারা সেনা ছাউনি থেকে মালঙ্গি বনবাংলোর দিকে মুখ্যমন্ত্রীর কনভয়ের যাত্রা শুরু করে। সামান্য দূরেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী ও সম্পাদক সুহৃদ মজুমদার। মৃদুলকে দেখেই গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী। গাড়ির সামনে দু’জনকেই ডেকে নেন। মৃদুল বলেন, “দলনেত্রীর সঙ্গে সামান্যই কথা হয়েছে। আমরা বার অ্যাসোসিয়েশনের তরফে আলিপুরদুয়ার আদালতের নতুন ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আসার আমন্ত্রণ জানিয়েছি। উনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি বুধবারের প্রশাসনিক সভা ও বৃহস্পতিবারের সরকারি প্রকল্পের সুবিধা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমায় থাকতে বলেছেন।”

মালঙ্গি বনবাংলোতে পৌঁছানোর ঠিক আগে হাসিমারা গুরুদ্বারেও মুখ্যমন্ত্রী গাড়ি থামান। সেখানে প্রসাদ খান। তার পরে মালঙ্গি বনবাংলোর কাছে একাধিক বার মুখ্যমন্ত্রীর গাড়ি থামে। একটি শিশুর আবদারে তাকে তাঁর ছবির মধ্যে সইও করে মমতা।

তৃণমূল নেতাদের একাংশের কথায়, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের প্রথম কয়েক মাস পর্যন্ত হিসেব করলে এই জেলায় সবক’টি লোকসভা ও বিধানসভা নির্বাচনে হেরেছে দল। কিন্তু ২০২৪ সালের শেষে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে দল জয়ী হয়েছে। তার পরে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম আলিপুরদুয়ার সফর। যাঁর হাত ধরে আলিপুরদুয়ার ২০১৪ সালে নতুন জেলার স্বীকৃতি পেয়েছে। কিন্তু আলিপুরদুয়ার এখনও পূর্ণাঙ্গ জেলা হয়নি। এখনও গোটা জেলায় একটি মাত্র মহকুমা। প্রশাসনিক কাজে দূর-দূরান্ত থেকে মানুষকে নানা দুর্ভোগ পেরিয়ে আলিপুরদুয়ার শহরে মহকুমা শাসকের দফতরে পৌঁছতে হয়। ফলে মুখ্যমন্ত্রীর এ বারের সফর ঘিরে জেলার প্রশাসনিক বিন্যাস নিয়েও আশায় অনেকে। রাজ্যসভার সদস্য প্রকাশ অবশ্য বলেন, “মুখ্যমন্ত্রীর হাত ধরেই আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে। নতুন জেলা পরেই আলিপুরদুয়ারকে পরের পর উপহার দিয়ে গিয়েছেন তিনি। আগামী দিনে তাঁর হাত ধরেই এই জেলার আরও উন্নযন হবে।”

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy