Advertisement
২১ নভেম্বর ২০২৪
TMC

TMC: ১০০ দিনের কাজে ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ মালদহের গ্রামে, বিক্ষোভ কংগ্রেসের

বিক্ষোভকারীদের দাবি, বিভিন্ন প্রকল্পের নাম করে ভুয়ো মাস্টার রোল বানিয়ে পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ।

দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হরিশ্চন্দ্রপুর শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৩:২১
Share: Save:

খাতায় কলমে কাজ হয়েছে, তবে হাতেকলমে নয়। আর এই কৌশলেই একশো দিনের কাজে অন্তত পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসনিক কর্তা-সহ অনেকে। এই অভিযোগ তুলে এ বার বিক্ষোভ দেখালেন মালদহের চাঁচলের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নে্তা-কর্মীরা। যদিও কংগ্রেসের তোলা ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।

বিক্ষোভকারীদের দাবি, মশালদহ পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন, উপপ্রধান মহম্মদ ইসমাইল, নির্মাণ সহায়ক রাধেশ্যাম বর্মণ-সহ অনেকে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা নয়ছয় করেছেন। পাঁচ কোটি টাকা লুঠ হয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। ওই প্রকল্পে মাটি কাটা, পুকুর খনন, নতুন রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ এবং উদ্যানপালনের নাম করে ভুয়ো মাস্টার রোল বানিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। মশালদহের কংগ্রেস নেতা আবুল কাশেমের অভিযোগ, ‘‘১০০ দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছে। এতে প্রধান থেকে বিডিও-- সকলে জড়িত। তার প্রতিবাদে আজ বিক্ষোভ চলছে। এ নিয়ে আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দফতরেও অভিযোগ জানিয়েছি। সম্প্রতি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত করবে বলেছে। কিন্তু তা হচ্ছে না। আমরা আর ১৫ দিন দেখব। বিডিও পদক্ষেপ না করলে আমরা আরও বড়সড় আন্দোলনে যাব।’’

এ নিয়ে মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা আবু সুফিয়ানের বক্তব্য, ‘‘ওঁদের এই অভিযোগ ভিত্তিহীন। তদন্ত হলে আমরা সাহায্য করবে। এটা চক্রান্ত করা হচ্ছে। ওঁদের পায়ের নীচে মাটি নেই তাই এ সব করছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

TMC Panchayet 100 days work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy