Advertisement
০৪ নভেম্বর ২০২৪

প্রণামীতে মিটল খুচরোর সমস্যা

খুচরো নিয়ে বচসার জেরে শনিবার রাতে বন্ধ হয়ে গিয়েছিল আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা। সমস্যা মিটিয়ে সেই মেলা চালু করতে মন্দিরের প্রণামী বাক্স খুলল মন্দির কমিটি।

বিলি করা হচ্ছে খুচরো। ছবি: নারায়ণ দে

বিলি করা হচ্ছে খুচরো। ছবি: নারায়ণ দে

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৬ ০১:২৩
Share: Save:

খুচরো নিয়ে বচসার জেরে শনিবার রাতে বন্ধ হয়ে গিয়েছিল আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলা। সমস্যা মিটিয়ে সেই মেলা চালু করতে মন্দিরের প্রণামী বাক্স খুলল মন্দির কমিটি।

রবিবার নিরাপত্তার দাবি ও খুচরো সমস্যা নিয়ে আলিপুরদুয়ার দুর্গাবাড়ির রাসমেলার ব্যবসায়ীরা দারস্থ হন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির। সমস্যার কথা জানান দুর্গাবাড়ি পুজো কমিটির সদস্যরাও। আলোচনার পর ঠিক করা হয় দুর্গাবাড়ির প্রণামীর বাক্স খুলে খুচরো বিলি করা হবে মেলার ব্যবসায়ীদের মধ্যে। শনিবার রাতে এক ব্যবসায়ী হাজার টাকার নোটের খুচরো দিতে না পারায় এক ক্রেতা এক ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ। ঘটনার জেরে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দুর্গাবাড়ি সংলগ্ন রাস মেলা বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সমর ভট্টাচার্য বলেন, ‘‘সারা দেশ জুড়ে নোটের সমস্যা দেখা দিয়েছে। ব্যাঙ্ক ও এটিএমেও রোজই দীর্ঘ লাইন হচ্ছে।’’ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সমস্যায় পড়লেও ৭০ বছরের পুরানো এই মেলায় ব্যবসায়ীকে মারধর প্রথম বলে দাবি তাঁর। কেন্দ্রের নীতির জন্যই সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ দিন প্রণামী বাক্স খুলে যা খুচরো টাকা বের হয়। সম অঙ্কের বড় নোট ভাঙিয়ে ব্যবসায়ীদেরকে সেই খুচরো দেওয়া হয়। মোট বারো হাজার দু’শো টাকা প্রণামী বাক্স থেকে পাওয়া গিয়েছে।

মেলা হর্কাস ওয়েলফেয়ার কমিটির উত্তরবঙ্গের সম্পাদক সন্তোষ দাস জানান, শনিবার খুচরো নিয়ে সমস্যার জেরে গোপাল গুহ নামকে এক ব্যবসায়ীকে মারধর করে এক ক্রেতা। গোপাল গুহ জানান, এক ক্রেতা তিনশো টাকার জিনিস নিয়ে হাজার টাকা দেয়। খুচরো না থাকার কথা বলায় তাঁকে মারধর করে এক ক্রেতা জামা ছিঁড়ে দেয় বলে জানান তিনি। এ দিন মন্দিরের পাঁচটি প্রণামী বাক্স খোলা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাবাড়ি কমিটির সদস্য অসিত ভট্টাচার্য।

অন্য বিষয়গুলি:

Money exchange Demonetisation Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE