ফাইল চিত্র।
বিভিন্ন ইস্যুতে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকী, মালদহ সফরে এসে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের নির্দেশে গঠিত হল তিন সদস্যের তদন্ত কমিটি। বুধবার দুপুরে সেই কমিটির চিঠি পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ে। আর এই নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, অশিক্ষক কর্মীরা। তাঁদের দাবি, কীসের ভিত্তিতে তদন্ত তার উল্লেখ নেই। তবে তদন্ত কমিটিকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত একাধিক ইস্যুতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। সমাবর্তন অনুষ্ঠানের খরচ, বিএড কলেজের ভর্তি সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। মালদহ জেলা বিজেপি নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে সরব হয়। এ ছাড়া সম্প্রতি মালদহ কলেজে মেঝেতে বসিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় মুখ পোড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তদন্ত কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক মলয়েন্দু সাহা, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক অতীশ প্রসাদ মণ্ডল ও উচ্চ শিক্ষা দফতরের অ্যাকাউন্টস অফিসার শম্পা গুপ্ত। উপাচার্য গোপাল মিশ্র বলেন, ‘‘কমিটির রিপোর্টের ভিত্তিতেই স্পষ্ট হবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy