শুভেন্দু অধিকারী
মালদহ জেলার ১৫টি ব্লকের দলীয় পর্যবেক্ষক ও ব্লক সভাপতিদের কলকাতায় তলব তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর। দলীয় সূত্রের খবর, আজ, বুধবার সন্ধেয় রাজাবাজারে পরিবহণমন্ত্রী শুভেন্দুর কার্যালয়ে মালদহের নেতাদের নিয়ে বৈঠকের কথা। এ দিকে, আগামী কাল, বৃহস্পতিবারই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য দলের কোর কমিটির বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদিন আগে মালদহের নেতাদের নিয়ে শুভেন্দুর বৈঠক ঘিরে দলে শোরগোল পড়েছে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই দু’দশকে তৃণমূল মালদহ জেলার স্কুল ভোট থেকে শুরু করে বিধানসভা বা লোকসভা কোথাও সেভাবে দাগ কাটতে পারেনি। কংগ্রেসের দাপটে বরাবর ম্রিয়মানই থেকেছে মমতার দল। এমনকী, রাজ্যে দল ক্ষমতায় আসার পর থেকে ২০১৩ সালের পঞ্চায়েত ভোট, ২০১৪ সালের লোকসভা ভোট বা ২০১৬ সালের বিধানসভা ভোট—কোনওটিতেই কংগ্রেসের গড় মালদহে দাঁত ফোটাতে পারেনি তারা। পরপর তিন ভোটেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। সেই গড়েই এ বারের পঞ্চায়েতে শুধুই ঘাসফুল! পঞ্চায়েতের তিন স্তরেই জয়জয়কার তৃণমূলের। পরিসংখ্যান বলছে, ১৪৬টি পঞ্চায়েতের মধ্যে ৫৮টি একক ভাবেই দখলে, ত্রিশঙ্কু থাকা ৬৩টি পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ পঞ্চায়েতেই তাঁরাই নির্ণায়ক ভূমিকায়। ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯টি পুরোপুরিই দখলে ও ত্রিশঙ্কু তিনটির মধ্যেও তারা নির্ণায়কের জায়গায়। জেলা পরিষদের ৩৭টি আসনে ২৯টি পেয়ে একক ভাবে বোর্ড গড়ার জায়াগায় তারাই।
দলীয় নেতৃত্বের দাবি, জেলায় দলের এই সাফল্যের অন্যতম কারিগর শুভেন্দু ৫ জুন জেলায় এসে জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে সভাও করেন। কিন্তু জেলা নেতৃত্বদের নিয়ে কোনও বৈঠক করেননি। দলীয় একটি সূত্রে অবশ্য জানা গিয়েছে, এ বারের পঞ্চায়েত ভোটে মালদহ জেলায় ব্যাপক সাফল্যের পাশাপাশি কিছু এলাকার ব্যর্থতা নিয়েও বৈঠকে পর্যালোচনা হতে পারে। কোথায় কোথায় ঘাটতি রয়েছে এবং তা মেটাতে কী করণীয় সেটা নিয়েও কথা হতে পারে। ত্রিশঙ্কু বোর্ডগুলি কী ভাবে দখলে আনা যায় তা নিয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া, লোকসভার প্রস্তুতির বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে। ঠিক হতে পারে জেলার ত্রিস্তর পঞ্চায়েতের পদাধিকারীদের নামও। যদিও জেলা নেতৃত্বের কেউ এ নিয়ে মুখ খুলতে নারাজ। দলের জেলা সাধারণ সম্পাদক তথা কালিয়াচক ২ ব্লকের দলীয় পর্যবেক্ষক ছোটন মৌলিক বলেন, সাংগঠনিক আলোচনার জন্যই এই বৈঠক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy