ফাইল চিত্র।
একাধিক বিস্ফোরণ ঘটানো ও প্রচুর স্বয়ংক্রিয় রাইফেল মজুতের মামলায় (ইউএপিএ) বিমল গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ অবধি কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে অন্তর্বর্তী আদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালত সূত্রের খবর, ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হয়। রোশন গিরি ২০১৭ সালে এই মামলা দায়ের করেছিলেন। রোশনের আর্জি, দেশের সর্বোচ্চ আদালতের তদারকিতে ইউএপিএ মামলাগুলো এনআইএকে দিয়ে তদন্ত করে দেখা হোক।
রাজ্য সরকারকে ওই বিষয়ে একটি হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের শুনানি হবে ওই মামলার। ততদিন পর্যন্ত ইউএপিএ মামলায় বিমল-সহ ৬ জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে অন্তর্বর্তী আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে বিমল-রোশন সহ মোর্চার প্রথম সারির ৬ জন নেতার বিরুদ্ধে আরও অনেক মামলা (সরকারি সম্পত্তি জ্বালানো, পুলিশের উপরে হামলা ইত্যাদি) রয়েছে। তাই পাহাড়ে ঢুকলে সেই সব মামলায় গ্রেফতার হওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারেননি বিমল ঘনিষ্ঠরা। ফলে, আপাতত তাঁরা গা ঢাকা দিয়েই থাকবেন বলে তাঁদের অনেকের ধারনা।
বিষয়টি নিয়ে হোয়াটস অ্যাপে প্রতিক্রিয়া জানতে চাইলে রোশন জবাব দেননি। বিনয় তামাং ঘনিষ্ঠ এক মোর্চা নেতা জানান, ইউএপিএ ছাড়াও অনেক মামলায় বিমল-রোশনরা ফেরার রয়েছেন সেটাও মাথায় রাখতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy