Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Lok Sabha Election 2024

শ্রিংলার ‘নির্দেশ’ ঘিরে দুই শিবিরেই জল্পনা

শ্রিংলাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে। শ্রিংলা আগামী কয়েক দিনের মধ্যে শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডাদের হাত ধরে দিল্লিতে দলে যোগ দেবেন।

প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ০৮:৫৪
Share: Save:

দিন দশেক যেন চুপ থাকেন তাঁর অনুগামীরা। তবে নেতারা দলীয় কাজ চালিয়ে যাবেন। সূত্রের খবর, এমন নির্দেশ এসেছে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার
তরফে। শ্রিংলা তাঁর অনুগামীদের এমন নির্দেশ দেওয়ার পরে দার্জিলিং লোকসভা আসনে শ্রিংলার টিকিট পাওয়া কার্যত নিশ্চিত বলে দাবি করছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা। তাঁদের দাবি, শ্রিংলাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে। শ্রিংলা আগামী কয়েক দিনের মধ্যে শাহ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডাদের হাত ধরে দিল্লিতে দলে যোগ দেবেন।

জেলা বিজেপির এক বিক্ষুব্ধ নেতা বলেন, ‘‘শ্রিংলার টিকিট পাওয়া নিশ্চিত। আগামী দশ দিনের মধ্যে তা আরও পরিষ্কার হবে। সে জন্য আপাতত চুপ থাকতে বললেও নিজেদের মতো কাজ চালিয়ে যেতে বলেছেন শ্রিংলা।’’ তবে এটাকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে জেলা বিজেপির সক্রিয় গোষ্ঠী। এই শিবিরের নেতারা জানাচ্ছেন, দলকে এড়িয়ে দলেরই কিছু নেতা শ্রিংলাকে নিয়ে যে কর্মসূচি করছিলেন, তা যে সঠিক নয় প্রমাণিত হল। শ্রিংলার নির্দেশ সেটাকেই মান্যতা দিল বলে দাবি সক্রিয় গোষ্ঠীর নেতাদের। কারণ, দলের একাংশ শ্রিংলাকে নিয়ে গত এক মাসে পাহাড়, সমতলে নানা কর্মসূচি করেছিলেন। তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডলও।

দলীয় সূত্রে খবর, দার্জিলিং আসন ছাড়তে রাজি নন বর্তমান সাংসদ রাজু বিস্তা। রাজু আদতে মণিপুরের বাসিন্দা। তাঁর টিকিট পাওয়ার ব্যপারে মণিপুর এবং আরও দু’একটি আসনের নাম উঠলেও দার্জিলিং ছাড়তে রাজি নন রাজু।
প্রসঙ্গত, রাজু বিস্তা গত লোকসভায় দার্জিলিং থেকে চার লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। অরুণের দাবি, রাজুর মতো সাংসদ দার্জিলিঙের উন্নয়নে আরও প্রয়োজন। শ্রিংলার যোগদানের প্রসঙ্গে তিনি জানান, বিজেপিতে যে কেউ যোগ দিতে পারেন। যোগ দিলেই টিকিট পাবেন, এমনটা ভাবা ঠিক নয়। শনিবার রাজু বিস্তা শহরের কয়েকটি এলাকায় তাঁর কর্মসূচিতে ছিলেন। দলীয় টিকিট পাওয়া প্রসঙ্গে অনুগামীদের এ দিনও আশ্বস্ত করেছেন বলে সূত্রের খবর।

এ দিন রাজুর সঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন না। তিনি রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে ছিলেন বলে জানিয়েছেন। শঙ্কর বলেন, ‘‘প্রার্থীর বিষয়ে দলীয় কোনও নির্দেশ এখনও পাইনি। তাই কিছু বলতে পারব না। দল যাকেই টিকিট দেবে তাঁর হয়েই লড়ব।’’
শ্রিংলার টিমের তরফে দাবি করা হয়েছে, তিনি আগামী ৩ ফেব্রুয়ারি শিলিগুড়ি ফিরবেন। ফিরলেই সবটা স্পষ্ট হবে।

অন্য বিষয়গুলি:

Darjeeling Harsh Vardhan Shringla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE