Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
Dilip Ghosh

৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি রাজ্যে! নিশীথের গাড়িতে হামলা ঘটনায় মন্তব্য দিলীপের

শনিবার শিলিগুড়ির আশিঘর মোড়ে চায় পে চর্চায় যান গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি দাবি করেন, রাজ্য সরকারের হাতে কোনও নিয়ন্ত্রণ নেই।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০
Share: Save:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মত, রাজ্যে ৩৫৬ ধারা জারি করার পরিস্থিতি তৈরি হয়েছে। দিলীপকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।

শনিবার শিলিগুড়ির আশিঘর মোড়ে চায় পে চর্চায় যান গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি দাবি করেন, রাজ্য সরকারের হাতে কোনও নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নেই শাসকদলের ভিতরেও। যাদের কেন্দ্রীয় মন্ত্রীকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই, তাদের ক্ষমতায় থাকারও দরকার নেই বলেই মনে করেন দিলীপ। বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, তত ওদের ভয় বাড়ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার চেষ্টা করছে। সেই কারণেই বিরোধীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা। আমার মনে হয়, ৩৫৬ ধারা জারি করার পরিস্থিতি তৈরি হয়েছে।’’

বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপের সংযোজন, ‘‘২৫ হাজার লোক নিয়ে ঘেরাও করার কথা বলেছিল। ২৫টা লোকও হয়নি। এর আগেও আমাদের নেতা-কর্মীদের উপর আঘাত হানা হয়েছে। এই সরকার থাকলে এটাই হবে। প্রতি দিন বোম-বন্দুক চলছে। তাতে ওদের লোকও মারা যাচ্ছে। এটা পরিকল্পিত। কেন্দ্রীয় দল দিয়ে তদন্ত করার কিছু নেই এখানে। প্রতি দিনের ঘটনা এটা। হিংসা রাজ্য সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। আজকের তারিখে এই সরকারকে কেউ মানছে না। রাজ্যের কর্মীদের উপর হুইপ জারি করেছিল ডিএ নিয়ে। কেউ মানেনি। পেন ডাউন হয়েছে। সরকার যদি মনে করে ধমকি দিয়ে কাজ করিয়ে নেবে, তা আর সম্ভব নয়।’’

দিলীপের মন্তব্যের প্রেক্ষিতে দার্জিলিং জেলা তৃণমুলের সভাপতি (সমতল) পাপিয়া ঘোষ বলেন, ‘‘যে ব্যক্তি বলেন, গরুর দুধ থেকে সোনা পাওয়া যায়, তাঁর কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় না, পশ্চিমবঙ্গের মানুষও তাঁর কথার কোনও গুরুত্ব দেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE