—— ফাইল ছবি।
এলাকার রাস্তা চওড়া করার স্বার্থে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবারের তরফে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভাকে জমি দান করা হল।
প্রিয়বাবুর বাড়ি কালিয়াগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডে শ্রীকলোনি এলাকায়। পুরসভা সূত্রের খবর, প্রায় এক মাস আগে পুরসভার ১৭টি ওয়ার্ডের প্রায় ৪০টি রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেয় পুরসভা।
সেই মতো, শহরের প্রায় ৩০টি পরিবারের কর্তাদের কাছে তাঁদের ব্যক্তিগত জমি চেয়ে লিখিত আবেদন করেন পুর কর্তৃপক্ষ। প্রিয়বাবুর পরিবারের সমস্ত সদস্যই দীর্ঘ দিন ধরে কলকাতা ও দিল্লিতে থাকেন।
সেই কারণে, প্রিয়বাবুর স্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির এক সময়ের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কার্তিকচন্দ্র পাল এখন পুরসভার তৃণমূলের চেয়ারম্যান। কার্তিকবাবুই প্রিয়বাবুর ভাই সত্যরঞ্জন দাশমুন্সিকে ফোন করে পুরসভাকে জমি দেওয়ার অনুরোধ করেন।
গত লোকসভা নির্বাচনের আগে সত্যরঞ্জনবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বৌদি দীপাদেবীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। ওই নির্বাচনে দীপাদেবীও পরাজিত হন। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই সত্যরঞ্জনবাবু দলে নিষ্ক্রিয় হয়ে যান। সেই থেকে দীপাদেবীও দিল্লি থেকে কালিয়াগঞ্জের বাড়িতে আসা প্রায় বন্ধ করে দেন।
দিল্লিতে চিকিত্সাধীন অসুস্থ প্রিয়বাবুকে দেখভালের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। প্রিয়বাবুর এক দাদা ও তিন ভাইও আগাগোড়াই কলকাতায় থাকেন। ফলে দীর্ঘ দিন ধরেই প্রিয়বাবুদের কালিয়াগঞ্জের বাড়িটি পরিচারক ও কেয়ারটেকারদের দায়িত্বে রয়েছে।
কার্তিকবাবুর দাবি, শ্রীকলোনি এলাকায় রাস্তা চওড়া করার জন্য পুরসভার তরফে সত্যরঞ্জনবাবুর কাছে সামান্য জমি চেয়ে অনুরোধ করা হয়। তিনি সম্মতি দেওয়ায় প্রিয়বাবুর পরিবারের ১৭ ফুট লম্বা ও ২ ফুট চওড়া জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই দাশমুন্সি পরিবারের পাঁচিল ভেঙে রাস্তা চওড়া করার কাজও শুরু হয়ে গিয়েছে। সত্যরঞ্জনবাবুর দাবি, পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়েই পরিবারের তরফে রাস্তা চওড়া করার স্বার্থে পুরসভাকে জমি দেওয়া হয়েছে।
২০০৮ সাল থেকে প্রিয়বাবু অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে চিকিত্সাধীন। ২০০৯ সালে তাঁর স্ত্রী দীপাদেবী রায়গঞ্জের কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হন। দীপাদেবীর নেতৃত্বে লড়ে ২০১৫ সালে পুরসভার ক্ষমতা পুনর্দখল করে কংগ্রেস। চেয়ারম্যান হন দীপাদেবীর ঘনিষ্ঠ তত্কালীন কংগ্রেস নেতা কার্তিকবাবুই। ২০১৭ সালের জুলাই মাসে কার্তিকবাবুর নেতৃত্বেই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা শাসকদলে যোগ দেওয়ায় পুরসভার ক্ষমতা দখল করে তৃণমূল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy