প্রস্তুতি: তৈরি হচ্ছে হেলিপ্যাড। শনিবার কোচবিহারে। নিজস্ব চিত্র
কোথাও হেলিপ্যাড তৈরির কাজ চলছে। কোথাও তাঁবু তৈরির প্রস্তুতি। জনসংযোগ যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কোচবিহার সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। দলের নেতার কর্মসূচি, সভা সফল করতে তৃণমূলের তরফেও চলছে প্রচার, সাংগঠনিক সভা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার, ২৪ এপ্রিল বিকেলে কোচবিহারে আসার কথা অভিষেকের। শহরের এবিএন শীল কলেজের মাঠে সে জন্য হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। ওই দিন দুপুর আড়াইটে নাগাদ সেখানে কর্মীদের জড়ো হতে বলা হয়েছে। মহিলাদের লাল বা হলুদ শাড়ি পরে আসার ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। ওই কলেজ ময়দান থেকে মদনমোহন মন্দিরে পুজো দিতে যেতে পারেন অভিষেক। রাস্তায় বৈরাতি, রাভা নৃত্যে তাঁকে স্বাগত জানানো হবে। মন্দিরের যাত্রাপথে কিছুটা অংশে সাউন্ড-বক্সে কীর্তন বাজানো হবে। থাকবেন কীর্তনীয়া দলও। তাঁদের সঙ্গে নিয়েই মন্দিরে যাওয়ার কথা তৃণমূল সাংসদের। সেখান থেকে বেরিয়ে জেলা তৃণমূল অফিসে যেতে পারেন অভিষেক। ওই দিন সন্ধ্যায় দিনহাটার বামনহাটের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে রাতে থাককার কথা। সে জন্য প্রস্তুতি চলছে।
তৃণমূল সূত্রে খবর, ২৫ এপ্রিল মঙ্গলবার বামনহাট থেকে খোলা ছাদের বাসে যাত্রা শুরু করতে পারেন অভিষেক। ওই দিন বেলা ১১টায় সাহেবগঞ্জ ফুটবল ময়দানে সভা করতে পারেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিএসএফের গুলিতে নিহত গীতালদহের প্রেমকুমার বর্মণ, মোজাফফর রহমানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে অভিষেকের। দুপুরে গোসানিমারি হাইস্কুল ময়দান, বিকেলে শীতলখুচি পঞ্চায়েত সমিতির মাঠ, মাথাভাঙা কলেজ ময়দানে সভা করার কথা। রাতে কলেজ ময়দানে থাকতে পারেন। পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করবেন দলের নেতা-কর্মীদের সঙ্গে। ওই ময়দানে তাঁবু টাঙানোর প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার, ২৬ এপ্রিল কোচবিহার ১ ব্লকের ঘুঘুমারি কদমতলা ময়দান, কোচবিহার ২ ব্লকের কাকরিবাড়ি এলাকা, তুফানগঞ্জের চিলাখানায় জনসভা করার সূচিও রয়েছে তাঁর। ওই দিন তিনি দেখা করতে পারেন তুফানগঞ্জের বাসিন্দা ‘পদ্মশ্রী’ ধর্মনারায়ণ বর্মার সঙ্গে। রাতে তুফানগঞ্জ শহরের এসএসএ ময়দানে থাকার কথা। পরের দিন আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা হবেন। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “দলের নেতার কর্মসূচির সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
বিজেপি অবশ্য ওই কর্মসূচিকে গুরুত্ব দিতে চাইছে না। বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “জেলায় তৃণমূলের সংগঠন দুর্বল বলেই ওঁদের নেতাকে তিন দিনের কর্মসূচি নিতে হচ্ছে।” তৃণমূল ওই বক্তব্য মানতে নারাজ।
অন্য দিকে, অভিষেক বন্দোপাধ্যায়ের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল মাথাভাঙা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলংমারি এলাকায়। শনিবার তা নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এ জন্য দায়ী। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ, শাসক দলের ‘গোষ্ঠী কোন্দলের’ জেরে, ওই ঘটনা হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy