Advertisement
০৪ জানুয়ারি ২০২৫

ক্যাম্পে বাড়ল পুলিশি প্রহরা, সিদ্ধান্ত বৈঠকে

বৃহস্পতিবার সকালে ডানকান চা বাগানে গুলিতে বাসিতা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়। বাগান দখলকে কেন্দ্র করে এই খুনের ঘটনায় পুলিশের পদস্থ আধিকারিকদের হস্তক্ষেপের দাবি জানিয়ে দেহ সামনে রেখে ধর্নায় বসেন করিম।

আলোচনা: আইজির সঙ্গে বৈঠকে করিম। নিজস্ব চিত্র

আলোচনা: আইজির সঙ্গে বৈঠকে করিম। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০৩:২৪
Share: Save:

চা বাগানের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে মহিলার মৃত্যুর পরে প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপের দাবি করেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। শুক্রবার সেই নিয়ে করিম চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার। ছিলেন ডিআইজি জয়ন্ত পাল, ইসলামপুরের পুলিশ সুপার সচিন মক্কার। আইজি উত্তরবঙ্গ বিষয়টি গুরুত্বসহকারে শুনেছেন বলে জানান করিম। পাটাগরা ক্যাম্পে পুলিশের সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইসলামপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে তিনি অভিযোগ করবেন বলে জানান। আইজি আনন্দ কুমার বলেন, ‘‘তাঁদের অভিযোগ তাঁরা জানিয়েছেন। কী ভাবে ঘটনার তদন্ত আরও ভাল ভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। পাটাগরা ক্যাম্পের পুলিশও দ্বিগুণ করা হয়েছে।’’

বৃহস্পতিবার সকালে ডানকান চা বাগানে গুলিতে বাসিতা বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়। বাগান দখলকে কেন্দ্র করে এই খুনের ঘটনায় পুলিশের পদস্থ আধিকারিকদের হস্তক্ষেপের দাবি জানিয়ে দেহ সামনে রেখে ধর্নায় বসেন করিম। রাতে অতিরিক্ত পুলিশ সুপার সেখানে পৌঁছন। আইজি উত্তরবঙ্গ আনন্দ কুমার তাঁর সঙ্গে আলোচনায় বসার কথা জানালে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ থেকে ওঠেন করিম। এ দিন বেলা আড়াইটা নাগাদ ইসলামপুরের পুলিশ সুপার অফিস যান করিম। আইজি উত্তরবঙ্গ বেলা সাড়ে চারটে নাগাদ পৌঁছলে তাঁর সঙ্গে দেখা করেন করিম। প্রায় ঘণ্টা খানেক তাঁদের সঙ্গে আলোচনা হয়।

এ দিন বৈঠক থেকে বেরিয়ে করিম বলেন, ‘‘ওই এলাকায় জাকির হোসেন লোকজন নিয়ে সন্ত্রাস করছে। এলাকার অনেকের জমি দখলও করেছে বন্দুকধারীরা। এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে।’’ তিনি বলেন, ‘‘এ দিন আইজি বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এত দিন পাটাগরা ক্যাম্পের দায়িত্বে থাকতেন এক জন এএসআই। এখন সেখানে সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে।’’ জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করিম বলেন, ‘‘এ দিনের সমস্যা মেটাতে জেলাশাসককে আসতে বলা হয়েছিল। অথচ জেলাশাসক আমাকে জানান, দলের কর্মীরাই নিজেদের মধ্যে লড়াই করছেন সে ক্ষেত্রে তিনি এসে কী করবেন।’’ এই নিয়েও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন, দাবি করিমের। এ নিয়ে জেলাশাসককে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

এ দিন ইসলামপুরের ভারপ্রাপ্ত মহকুমাশাসক খুরশিদ আলম ও অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার নৌশাদ আলির সঙ্গে বৈঠক করেন আইজি উত্তরবঙ্গ। তবে তা নিয়ে মন্তব্য করেননি মহকুমাশাসক।

আগডিমঠি খুন্তি পঞ্চায়েতের পাটাগরার ওই চা বাগান ছেড়ে কোম্পানি চলে যাওয়ার পরে তা দখলকে ঘিরে দীর্ঘ দিন ধরে চাপানউতোর চলছে। কয়েক মাস আগেও এক জনকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে এলাকার প্রাক্তন প্রধান তাহের আলম বলেন, ‘‘ওই বাগান প্রায় এক বছর ধরে দখল করে সেখানে একর প্রতি কুড়ি হাজার টাকা করে লিজ় দিত এলাকার কিছু গুন্ডাবাহিনী। তাদের নেতৃত্বে ছিল এলাকার নেতা জাকির হোসেন। এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’’ জাকির হোসেন অবশ্য বলেন, ‘‘তৃণমূল নেতা হয়ে এমন ঘটনায় তৃণমূল কর্মীদের নাম এ ভাবে জড়ানো দুর্ভাগ্যজনক। কিছু লোকের ব্যক্তিগত স্বার্থে উস্কানি দিয়ে বাগান দখল করতে গিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।’’

এ দিকে শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে বাসিতার দেহ উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। হাসপাতালের সুপার নারায়ণচন্দ্র মিদ্যা বলেন, ‘‘হাসপাতালে ফরেন্সিক চিকিৎসক নেই। অন্য ক্ষেত্রে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা ময়নাতদন্ত করলেও জটিল সমস্যা হলে তা করা সম্ভব হয় না। তাই দেহটি রেফারকরা হয়।’’

অন্য বিষয়গুলি:

Tea Garden Murder Patagara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy