উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে উদ্ধার হল মদ। এই ঘটনায় শোরগোল বিশ্ববিদ্যালয়ের অন্দরে। পুলিশের হাতে গ্রেফতার ক্যান্টিনমালিক।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মদ বিক্রি হচ্ছে, এই খবর পেয়ে তল্লাশির নির্দেশ দেন রেজিস্ট্রার। ঘটনাক্রমে ক্যান্টিন থেকে ১৩ বোতল বিয়ার এবং একটি ৩৭৫ মিলিলিটারের মদের বোতল এবং ফাঁকা মদের বোতল উদ্ধার হয়।
এর পর বিশ্ববিদ্যালয়ের তরফে পুন্ডিবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ক্যান্টিনের মালিক হরিপদ জানাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎ পাল বলেন, ‘‘ক্যান্টিন থেকে মদ বিক্রি হচ্ছে, এ নিয়ে আমাদের সন্দেহ হয়। একটি বিশেষ দল তৈরি করা হয়েছিল। সেই দল নিরাপত্তারক্ষীদের নিয়ে ক্যান্টিনে তল্লাশি চালায়। তাতে বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়। এই বিষয়ে আমরা পুন্ডিবাড়ি থানায় অভিযোগ করেছি।’’