এই রথেই চড়েন রাধাগোবিন্দ। নিজস্ব চিত্র।
জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নয়, প্রথা ভেঙে রথে চাপেন রাধাগোবিন্দ! ৭০ বছরের রীতি মেনে এ ভাবেই রথযাত্রা উৎসব পালিত হয় রায়গঞ্জের দেবীতলায়।
স্বাধীনতার আগে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার রাজাপুর গ্রামের বাসিন্দারা রথযাত্রার দিনে রাধাগোবিন্দের বিগ্রহ রথে চাপিয়ে উৎসব পালন করতেন। দেশভাগের পর ও পার বাংলা থেকে এ পারে আসার সময় রাধাগোবিন্দের সেই বিগ্রহ নিয়ে এসে দেবীতলায় স্থাপন করা হয়।
পূর্ববঙ্গের সেই রীতি মেনেই রথযাত্রা উৎসব পালন হয় দেবীতলায়। যেখানে রথে আসীন হন শুধু রাধাগোবিন্দ। থাকেন না জগন্নাথ-বলরাম-সুভদ্রা। তবে দিনবদলের সঙ্গেই বদলে গিয়েছে রথের অবয়ব। আগেকার বাঁশের রথ এখন হয়েছে কাঠের।
স্থানীয় প্রবীণদের দাবি, রাজাপুর গ্রামের সেই রীতি মেনে এখনও রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে দেবীতলায়। বিগ্রহ রথে চাপিয়ে মন্দির ট্রাস্টের ময়দানেই রথ পরিক্রমা করে বিগ্রহ। ফের তা মন্দিরেই ফিরিয়ে আনা হয়। আট দিন পুজোর পর হয় উল্টোরথও। অন্যান্য এলাকার মতো দেবীতলার রথেও মেলা বসে। রায়গঞ্জ শহরের পাশাপাশি আশপাশের গ্রামাঞ্চলেরও বহু মানুষ আসেন রথের মেলায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy