Advertisement
২২ জানুয়ারি ২০২৫

বিধি মানুন, বার্তা 

পুজোর বাজারে লোকজনের মধ্যে যে ভাবে স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি না-মানার প্রবণতা দেখা যাচ্ছে, তাতে স্বাস্থ্য দফতর ভয় পাচ্ছে, এই প্রবণতা জারি থাকতে পারে পুজোর সময়েও।

ভিড়: শিলিগুড়ি হংকং মার্কেটে। ছবি: বিনোদ দাস

ভিড়: শিলিগুড়ি হংকং মার্কেটে। ছবি: বিনোদ দাস

সৌমিত্র কুণ্ডু ও শান্তশ্রী মজুমদার
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০৫:০১
Share: Save:

এক দিকে স্বাস্থ্য দফতরের সাবধান-বার্তা, অন্য দিকে সে কথা মাথায় রেখে পুলিশের বৈঠক। এ ভাবেই পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন।

পুজোর বাজারে লোকজনের মধ্যে যে ভাবে স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি না-মানার প্রবণতা দেখা যাচ্ছে, তাতে স্বাস্থ্য দফতর ভয় পাচ্ছে, এই প্রবণতা জারি থাকতে পারে পুজোর সময়েও। এবং তা যদি হয়, তা হলে পুজোয় মাত্রাছাড়া সংক্রমণ হবে বলেও আশঙ্কা রয়েছে। তাই এ ব্যাপারে আগাম ব্যবস্থা নিতে জেলাগুলিতে গিয়ে উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে করোনা নিয়ে সচেতনতা প্রচার এবং বিধি নিষেধ মেনে চলার কিছু নির্দেশিকা দিতে উদ্যোগী উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক(ওএসডি)-এর দফতর। শীঘ্রই জেলা সফরের এই কর্মসূচি শুরু করবে তারা। সব ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে জেলাগুলিতে গিয়ে এই বৈঠক সেরে ফেলার কথা জানানো হয়েছে।

ওএসডি সুশান্ত রায় বলেন, ‘‘মালদহ থেকে কোচবিহার— জেলাগুলিতে গিয়ে পুজোর উদ্যোক্তাদের নিয়ে আমরা বৈঠক করব। কিছু গাইড লাইন, বিধি নিষেধ দিয়ে দেওয়া হবে। সেই ‘গাইড লাইন’ তৈরির কাজ চলছে। সেগুলো মেনে চলতে হবে। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।’’

এই দিনই পুজোর সমন্বয় নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা। সেই বৈঠকেও মূল আলোচনার বিষয় ছিল পুজোর সময়ে করোনা সংক্রমণ ঠেকানো। শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব বলেন, ‘‘গত ছ’মাস ধরে যে বিধি আমরা মানছি, পুজোর সময়ে তা আরও বেশি পালন করা জরুরি। যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা সব আয়োজকেরা মানবেন বলে আশা রাখছি। প্রয়োজনে ক্লাবের স্বেচ্ছাসেবকদের ভাল করে প্রশিক্ষণ দিতে হবে।’’ সেই সূত্রে রাজ্য সরকারের জারি করা যাবতীয় স্বাস্থ্যবিধি মনে করিয়ে দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের। একই সঙ্গে পুলিশকর্তারা ইঙ্গিত দিয়েছেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে পুজো আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এ দিনের বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এ বার শিলিগুড়ি শহরে প্রায় ৬০০ পুজো কমিটিকে অনুমতি দেওয়ার পরিকাঠামো রয়েছে। এ বার সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা তুলে পুরোপুরি অনলাইন করে দেওয়া হয়েছে অনুমতির প্রক্রিয়া। কিন্তু সফটওয়্যার সংক্রান্ত কিছু অসুবিধার কথা উল্লেখ করে ক্লাবগুলি। তা দ্রুত ঠিক করে নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তারা। অন্য বিধিগুলি আগের মতোই থাকছে। শুধু সরকারি পোর্টালে আবেদন করে সমস্ত নথি দিয়ে অনুমতি নিতে হবে।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Coronavirus in North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy