ফাইল চিত্র
করোনা আবহে ভিন্ রাজ্য থেকে জেলায় ফিরেছেন মালদহের প্রায় ৮০ হাজার পরিযায়ী শ্রমিক। অথচ কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনা প্রকল্পে নাম নেই মালদহের। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গরিব পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার অভিযোগে সরব হলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি মৌসম নূর। শনিবার দুপুরে ইংরেজবাজারে দলীয় কার্যালয়ে জেলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার পাশাপাশি ডিজেল, পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তিনি। তৃণমূলের পাল্টা সমালোচনা করেছে বিজেপি।
এ দিন দুপুরে দলীয় কার্যালয়ে মৌসম নূর, অম্লান ভাদুড়ি সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন। মৌসম বলেন, “রাজ্যের মুর্শিদাবাদ, মালদহের শ্রমিক ভিন্ রাজ্যে কাজে যান। অথচ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বাংলার কোনও জেলার নাম নেই। রাজ্যনৈতিক কারণে প্রকল্পের সুবিধা থেকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে।
অন্য দিকে পেট্রোল, ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। টানা ২০ দিন ধরে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।” ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উত্তর মালদহের সাংসদ তথা বিজেপির রাজ্যের এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু বলেন, “পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের কোনও হেলদোল ছিল না। যার ফল ভুগতে হচ্ছে বাংলার মানুষকে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy